এমন মধুমাখা ঐ যীশু নাম II Amon Modhu Makha Oi Jishu Nam
Автор: Gospel BD
Загружено: 2019-12-17
Просмотров: 56005
এমন মধুমাখা ঐ যীশু নাম II Amon Modhu Makha Oi Jishu Nam #gospelbd
Amon Modhu Makha Oi Jishu Nam' Morning worship bangla song, Production : Bangladesh Bible Society, Lyricist : Prionath Boiragee.
গানের কথা ঃ
এমন মধুমাখা ঐ যীশু নাম
ঐ নাম বল মহানন্দে নিশি ভোরে ।
হবে রসনা পবিত্র, শুদ্ধ হবে চিত্ত
কেবল মাত্র ঐ নামের জোরে ।
কতকাল তোর গেছে অমনি,
এমন সুখের দিন যামিনী ।
কত সুখের নিশিভোর কেটে গেছে তোর
আছিলি বিভোর ঘুমের ঘোরে ।
গেছে সে দিন দিয়া ফাঁকি,
বেশী দিন আর নাই রে বাকী
আছে বাকী যেঁ কয় দিন সেই দিনের এক দিন
মুক্তির শুভ দিন এসেছে রে ।
জেগে ওঠ “যীশু” ব’লে,
মনের দুয়ার দেও রে খুলে,
দেখ, রাজ রাজ্যেশ্বর ঈশ্বর কুমার
দাঁড়ায়ে তোমার গৃহদ্বারে ।
নয়ন জলে ধোও তাঁর চরণ,
হৃদয়ে লও ক’রে বরণ;
তোর হবে রে মোচন, এ ভবের বন্ধন,
পাবি মুক্তি ধন যীশুর বরে ।
Subscribe The channel If not yet
https://www.youtube.com/GospelBD?sub_...
Youtube Channel
/ gospelbd
Facebook
/ petersaha
Facebook Page
/ bdgospel
Group
/ 2817966681580937
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: