সবুজ চশমা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | Sabuj Chosma | Sharadindu Bandopadhyay | Audiobook | Horror
Автор: আলুপোড়া সাহিত্য
Загружено: 2026-01-11
Просмотров: 11
সবুজ চশমা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | Sabuj Chosma | Sharadindu Bandopadhyay | Audiobook | Horror
নিস্তব্ধ পাহাড়ের চূড়ায় একাকী এক বাড়িতে থাকতে এসে যদি বুঝতে পারেন আপনার ছায়ায় কেউ মিশে আছে, তবে কি আপনার ভয় করবে, নাকি প্রেমে পড়বেন? অজানার এই রহস্য কি শেষ পর্যন্ত মিলনের পথ দেখাবে নাকি ধ্বংসের?
কলকাতার এক ব্যস্ত আইনজীবীর নির্জন পীর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার অভিজ্ঞতাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'অশরীরী' গল্পের মূল উপজীব্য। অতিরিক্ত কাজের চাপে যখন মানুষের সান্নিধ্য অসহ্য মনে হয়, ঠিক তখনই লেখক একাকী থাকার জন্য বেছে নেন মুঙ্গেরের এই পাহাড়ের চূড়াকে। কিন্তু নির্জনতা যে সবসময় শান্তির হয় না, তা ডায়েরির পাতাগুলো উল্টাতেই মালুম হয়। শিমুল ফুলের রক্তিম শুভেচ্ছা আর রাতের আঁধারে অদৃশ্য হাতের লঘুস্পর্ষ—সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে এই অডিওবুকটিতে।
গল্পের ডায়েরি লেখক যখন নিজের যুক্তিবাদী মনকে হার মানিয়ে এক অশরীরী নারীর প্রেমে পড়ে যান, তখন থেকেই শুরু হয় এক ট্রাজিক পরিণতির দিকে যাত্রা। একটি দীর্ঘ কালো চুল আর স্বপ্নের মতো এক ছায়ার মায়াজালে আটকা পড়ে তিনি ভুলে যান নিজের অস্তিত্ব। ডায়েরির শেষ পাতাটি যখন মিলন রাত্রির সংকেত দেয়, তখন পাঠকের মনেও এক শীতল শিহরণ বয়ে যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিপুণ লেখনীতে অশরীরী সত্তার প্রতি মানুষের দুর্দম আকর্ষণ আর সেই রহস্যের শেষ পরিণতি জানতে ভিডিওটি পুরো শুনুন।
ভিডিওটিতে যা যা জানতে পারবেন:
মুঙ্গেরের পীর পাহাড়ের নির্জন বাড়িতে ডায়েরি লেখকের একাকী বসবাসের শুরু।
শিমুল গাছের রক্তরাঙা ফুল আর অদৃশ্য হাতের রোমাঞ্চকর স্পর্শের কাহিনী।
প্রেততত্ত্ব ও অদৃশ্য আত্মার অস্তিত্ব নিয়ে ডায়েরি লেখকের মানসিক দ্বন্দ্ব।
চিরুনিতে খুঁজে পাওয়া রহস্যময় দীর্ঘ কালো চুল এবং এক অশরীরী নারীর প্রেম।
আহার ও নিদ্রা বিসর্জন দিয়ে এক অলৌকিক মিলনের আশায় ডায়েরির শেষ পাতা।
ভিডিওর মূল পর্যায় ও টাইমস্ট্যাম্প:
[00:00] - পুরাতন ডায়েরি ও মুঙ্গেরের পীর পাহাড়ে যাত্রার প্রেক্ষাপট।
[01:46] - নির্জন পাহাড়ের চুড়ায় লেখকের প্রশান্তিময় দিনলিপি।
[05:47] - পীর পাহাড়ের বাড়ির স্থাপত্য ও রহস্যময় কূপের বর্ণনা।
[07:14] - কাঁধের ওপর রক্তরাঙা শিমুল ফুল ও অদৃশ্য স্পর্শের শুরু।
[10:07] - রাতের আঁধারে শরীরজুড়ে রহস্যময় আঙুলের বিচরণ।
[13:42] - অদৃশ্য হাতের মুঠো ধরা ও অশরীরী সত্তার সাথে সখ্যতা।
[18:09] - ধূপের ধোঁয়ায় মূর্ত হয়ে ওঠা রহস্যময় আবছায়া ছবি।
[19:40] - চিরুনিতে জড়ানো চুল ও এক অশরীরী নারীর প্রতি প্রেম।
[23:14] - ডায়েরির শেষ পাতা: এক ভয়ংকর ও ট্রাজিক মিলনের প্রতিশ্রুতি।
#Oshoriri #SharadinduBandyopadhyay #BengaliAudioStory #HorrorStory #MysteryThriller #AluporaSahitya #BanglaGolpo #Audiobook #অশরীরী #শরদিন্দু_বন্দ্যোপাধ্যায় #রহস্য_গল্প #অডিওবুক #ভৌতিক_গল্প #বাংলাগল্প
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: