বাংলার প্রথম ছবি | Mukh O Mukhosh Full Movies HD|| মুখ ও মুখোশ ||
Автор: XS Tube
Загружено: 2019-01-07
Просмотров: 441173
মুখ ও মুখোশ
বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচিত্র
মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের আগস্ট ৩ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং খুলনায় একযোগে মুক্তি পায়। সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮,০০০ রুপি আয় করে।
আবদুল জব্বার খানের ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেয়া হয়। ১৯৫৩ সালে তিনি চলচ্চিত্রটির কাজ শুরু করেন। সে সময় দৃশ্যতঃ পূর্ব পাকিস্তানে নিজস্ব কোন চলচ্চিত্র শিল্প গড়ে উঠেনি। স্থানীয় সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরেরচলচ্চিত্র প্রদর্শিত হতো। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ. দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুদ্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন।[২] জব্বার খান দুই বছর ধরে ছবিটির কাজ করেন। ১৯৫৪ সালের ৬ই আগস্ট আবদুল জব্বার খান তার পরিচালনায় প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মহরত করেন হোটেল শাহবাগে। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা ছবির মহরতের উদ্বোধন করেন। [৩] স্থানীয় অভিনেতারা, চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন।[১] স্থানীয়ভাবে কোন ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায়, ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয়। লাহোরের শাহনূর স্টুডিওতে ‘মুখ ও মুখোশ’-এর পরিস্ফূটন কাজ সম্পন্ন হয়। ১৯৫৬ সালে ছবির কাজ শেষ হয় কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি। ‘মুখ ও মুখোশ’র প্রথম প্রদর্শনী হয় লাহোরে। ঢাকায় ফিরে আসার পর ছবিটি প্রদর্শনীর বিষয়ে কোন প্রেক্ষাগৃহের মালিকের কাছ থেকে আশানুরূপ সাড়াও পাননি। তবে এ অবস্থা কাটাতে বেশি সময় লাগেনি। অল্পদিন পরেই ‘মুখ ও মুখোশ’ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনায় একযোগে প্রদর্শিত হয়। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে।
চরিত্রসমূহ
ইনাম আহমেদ - মুখ্য পুরুষ চরিত্র
আব্দুল জব্বার খান - দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র
পূর্ণিমা সেনগুপ্ত - প্রধান নারী চরিত্র
জহরত আরা। (তখন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী )
পিয়ারী বেগম। (তখন ইডেন কলেজের ছাত্রী )
রহিমা খাতুন।
বিলকিস বারী।
আমিনুল হক। (তখন ঢাকা বেতার কেন্দ্র-এ চাকুরীরত )
কাজী সিকান্দার। (দারোগার চরিত্র)
কলাকুশলীবৃন্দ
চিত্রনাট্য - বিপ্রদাশ ঠাকুর (কলকাতা)।
চিত্র গ্রহণ - মুরারী মোহন (উপদেষ্টা )। পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান।
অঙ্গসজ্জা - শ্যাম বাবু (আসল নাম শমসের আলী )।
সংগীতে কন্ঠ - আবদুল আলীম এবং মাহবুবা হাসনাত।
সঙ্গীত পরিচালক - সমর দাস।
সহকারী সঙ্গীত পরিচালক - ধীর আলী।
শব্দ গ্রহণ - মইনুল ইসলাম।
সম্পাদক - আব্দুল লতিফ (পশ্চিম পাকিস্তান) ।
বিবিধ তথ্য
ছবির প্রথম প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক।
ছবির মহরতে উপস্থিত ছিলেন তদানীন্তন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মীর্জা।
প্রথম শুটিং কালীগঞ্জে ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে।
ছবির মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট। স্থান তখনকার শাহবাগ হোটেল।
প্রথমে ছবির নাম রাখা হয়েছিল 'ডাকাত'। পরে ফজল শাহাবুদ্দিনের পরামর্শে নাম রাখা হয় 'মুখ ও মুখোশ'।
শুটিং শেষ হয় ১৯৫৫ সালের ৩০ শে অক্টোবর।
শুটিংয়ের মূল স্থানগুলো ছিল সিদ্ধেশ্বরী, তেজগাঁও, রাজারবাগ, কমলাপুর, লালমাটিয়া, জিঞ্জিরা এবং টঙ্গীরবিভিন্ন জায়গায়।
ছবিটির নির্মাণব্যয় ছিল ৬৪,০০০.০০ রুপি।
Mukh O Mukhosh
Mukh O Mukhosh (Bengali: মুখ ও মুখোশ, lit. ''The Face and the Mask'') (1956) was the first Bengali languagefeature film to be made in East Pakistan (now Bangladesh). It was produced by Iqbal Films and directed by Abdul Jabbar Khan. The movie was released in East Pakistan on 3 August 1956. It was released in Dhaka, Chittagong, Narayanganj, and Khulna. The movie was a great success as viewers thronged to watch the first movie to be made in the region. It earned a total of Rs. 48,000 during its initial run.[1]
The story of the movie was based on Abdul Jabbar Khan's play and history, Dakaat (Robbers).[1] Khan started working on the movie in 1953. At that time, the film industry in erstwhile East Pakistan was virtually non-existent, and local film theatres screened movies from Kolkata, or Lahore. Jabbar Khan was reportedly incensed by the remarks of a Calcutta movie producer, F. Dossani, who claimed the local climate was not suitable for movie production.[2] Khan worked on the movie for two years. Local actors, who had no prior experience of acting in films, performed in the movie for free.[1] In the absence of any local film production studios, the negatives of the film had to be taken to Lahore for development. [2] Playback singers for the two songs in the film were Abdul Alim and Mahbuba Rahman, wife of Khan Ataur Rahman. However, the song by Abdul Alim is lost, as the film of that part of the movie has deteriorated completely. Mahbuba sang the other song in the movie - Moner Boney Dola Laage Hashlo Dokhin Hawa. All song lyrics in this movie were written by M. A. Gafur (Sharathee) and the music was composed by Samar Das.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: