ORE JAN karaoke | ওরে জান কারাওকে | তোর চোখে দেখি, তোকে চোখে রাখি কারাওকে | IMRAN | ইমরান karaoke
Автор: Rasumia
Загружено: 2023-07-23
Просмотров: 671
ORE JAN karaoke | ওরে জান কারাওকে | তোর চোখে দেখি, তোকে চোখে রাখি কারাওকে| IMRAN MAHMUDUL karaoke
#imrannewsong #imranmahmudulnewsong #ImranMahmudul
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিল মন, ওরে জান
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মন, ওরে জান।
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমের ঝর্না বহমান, ওরে জান
তোর পায়ে পায়ে হাটি চল
ভালোবাসি শুধু একটু বল
ঐ চোখেতে মন তুলে দে
ঝড়াবো না কবু জল।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মন, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমের ঝর্না বহমান, ওরে জান।
আমি ভেঙ্গে দিবো তোর, যত অভিমান
হউক না উচু তা, পাহারের সমান
তোর অভিমানী ফুটাবো হাসি
ঝড়াবো ভালোবাসা রাশি রাশি।
দেখে যাও হাসবে জোসনা মাখা,
অই আসমান, ওরে জান
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মন, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমের ঝর্না বহমান, ওরে জান
ভাবি তোকে দিন মান, ওরে জান।
তোর হাসি মাখা মুখ, তোর হরিনি চোখ
দেখলে ছড়ায় বুকে, সুখ অফুরান
তোর কাছে যেতে, তোকে কাছে পেতে
ভালোবাসতে এ মন করে আনচান
দেখে যা হাসবে জোসনা মাখা,
ঐ আসমান, ওরে জান।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মন, ওরে জান
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মন, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমের ঝর্না বহমান, ওরে জান
ভাবি তোকে দিন মান, ওরে জান।
লা লা লা লা লা - লা লা লা লা লা - লা লা লা লা লা- লা লা লা লা লা
ওরে জান, ওরে জান, ওরে জান,
ভাবি তোকে দিন মান, ওরে জান।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: