কবিতা: মহাপ্রবঞ্চনা ▻কাব্যগ্রন্থ: সঞ্চিত সমীরণ ▻ কবি: সোমালিয়া সুইন ▻ Foysal Aziz's Recitation
Автор: VoiceArt
Загружено: 2025-03-25
Просмотров: 289
ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: [email protected]
কবিতা : মহাপ্রবঞ্চনা (Poem : Mohaprobonchona)
কবি : সোমালিয়া সুইন (Poet : Somalia Suin)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
ভালো-মন্দ বিশদ রচনা
বিধাতার নীতিকথা,
শুনেছি সেথায়- মহাবঞ্চনা।
সৃষ্টির আদিকথা।
আপন শক্তি, আপন রশ্মি
আপনার ইঙ্গিতে,
খণ্ডিত করে ভরালো সুধা
মানব আর মানবীতে।
কালে কালে যত মান- অভিমান
অনুযোগে- অভিযোগে,
হারালো তারা কালের ধূম্রে
প্রণয়ের বিয়োযোগে।
দুজনার মাঝে শত জনমের
শৃঙ্খল কারাগার,
কে জানে! কি চায় বিধাতায় তারা।
হৃদয়েতে হাহাকার।
পাপের লহরে সাঁতরে বেড়ায়ে
পুণ্য তরণি লয়ে,
দুজনায় রয় চাতকের প্রায়
বিচ্ছেদ ব্যথা সয়ে।
মধুর সুরের তরণি দুখানি
বয়ে চলে সেই গ্লানি,
দেখা হবে ফের, কালদর্পণে-
বিধাতায় আশা মানি।
সুরে আর স্বরে কেঁদে কেঁদে মরে
মধু-মিলনের প্রায়,
শেষ জনমের বেলা- অবেলায়
একবার দেখা চায়।
বিধির লিখন- বিধাতার লেখা
কালের পল্লবীতে,
দেখা হয় ফের দুজনায় আবার
সাধনার পল্লিতে।
প্রণয় দেবতা অসীম করুণার।
অসীম প্রেমের ধারা!
ধরণিতে নামে সোনার বরণে,
আঁখিপাতে দিশেহারা।
আঁখিতে-আঁখিতে মধুর মিলনে
বিদ্যুৎ খেলে যায়,
প্রণয়- প্রণতি, ভক্তি- আরতি
ক্ষণে ক্ষণে কথা কয়।
এই ক্ষণে জাগে কাল অভিশাপ!
সেই কামনার আশা,
খণ্ডিত ছায়া- অখণ্ড মায়া
ছলনার ভালোবাসা।
বিধাতা ছাড়া মহাবঞ্চনা
কে দেয় নষ্টনীড়ে?
কার রচনায় যোগ-বিয়োযোগ
মহাকালে ফিরে ফিরে?
হৃদয় ভরায়ে মান-অভিমানে
অনুযোগে-অভিযোগে,
কে বলো ভাসায় আদি-অনন্তে
বিরহ কাব্যলোকে।
কে বলো মায়া বাঁধে অন্তরে,
মুক্তরে করে বন্দি।
বিচ্ছেদ ভরে পুনর্মিলনে-
কে রচে অমরসন্ধি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: