টঙ্গী সেতুর সংস্কার গাজীপুরবাসীর অধিকার
Автор: Barrister Abbas Islam Khan
Загружено: 2026-01-04
Просмотров: 96
তুরাগ নদীর উপর দিয়ে টঙ্গী ব্রিজ দিয়েই একসময় আমরা ঢাকায় চলাচল করতাম। বিআরটি প্রজেক্টের জন্য ফ্লাইওভার করা হলো। কিন্তু ফ্লাইওভারের নিচে টঙ্গী ব্রিজ প্রায় ধ্বংস হয়ে গেল। ব্রিজটা দিয়ে কোনমতে রিকশা ও মানুষ হেটে চলাচল করে। টঙ্গী ব্রিজ এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম প্রধান জনদুর্ভোগের নাম।
২০টি জেলার উপরে মানুষ প্রতিদিন এই পথে চলাচল করেন। কিন্তু বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রিতা আর পুরনো সেতুর ভগ্নদশা এখন জীবনের কষ্টের কারণ।
২০২১ সালে পুরনো টঙ্গী সেতুর ঢাকামুখী লেনের কংক্রিট স্ল্যাব ধসে পড়ে। রড বেরিয়ে আসে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন যান চলাচল বন্ধ করে দিতে হয়। ফলে টঙ্গী বাজার ও উত্তরা অঞ্চলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, পণ্য পরিবহনে বাড়ে ভাড়া ও সময়।
যানজটে আটকে থেকে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। SSC পরীক্ষার্থীরা দেরি করে হলে পৌঁছায়, অফিসগামীরা ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে থাকেন। বিদেশগামী অনেক যাত্রীর ফ্লাইট পর্যন্ত মিস হয়েছে।
অর্থনীতিতেও আঘাত লেগেছে। স্থানীয় বাজারে ক্রেতা সংকট, ব্যবসার ক্ষতি, পরিবহন খরচ বেড়েছে বহুগুণে। এর প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে, মানববন্ধন করেছেন, কিন্তু সরকার নড়েনি।
টঙ্গী সেতুর সমস্যা শুধু যানজট না, এটি মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন। গাজীপুর-২ আসনের মানুষ নতুন, আধুনিক সেতু চায়।
এই সেতু সংস্কার এবং বিআরটি প্রকল্প দ্রুত সমাপ্ত করা এখন সময়ের দাবি। টঙ্গী সেতু বাঁচাতে হবে, নতুন সেতু নির্মাণ করতে হবে। এটাই আমাদের জনগণের অধিকার। আপনারা আমাকে নির্বাচিত করলে টঙ্গী ব্রিজ তৈরী করা এবং বিআরটি প্রজেক্ট শেষ করার জন্য সরকারকে চাপ দেয়া ও জবাবদিহি করা হবে আমার অন্যতম প্রধান কাজ। আমি আপনার জন্য লড়াই করতে প্রস্তুত।
গাজীপুর-২ বদলাবে, যখন মানুষ জেগে উঠবে।
Together We Can
Creative Consultant: Ahmad Saad
Creative Team: Art Hole
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: