প্রতিবন্ধীর অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক ভিক্ষুক ।
Автор: ST tawhid
Загружено: 2024-04-14
Просмотров: 4630180
#প্রতিবন্ধীর অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক ভিক্ষুক ।
প্রথমে আমার থেকে এ লোকটি সাহায্য চাই বলে আমি প্রতিবন্ধী আমাকে কিছু সাহায্য করেন তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম ।সে সুস্থ স্বাভাবিক মানুষের মত আমি কিছুটা সন্দেহ করি তারপরে সে মসজিদের ভিতর সাহায্যের জন্য ঢুকে আমি তার পিছু নেই পরে দেখতে পারি সে প্রতিবন্ধী না। আমার ক্যামেরা দেখে বলে সে দুর্বল তারপরে আমরা তাকে চেক করি পকেটে একটি মানিব্যাগ পাই মানিব্যাগে কিছু ডলার, দুইটি ছুড়ি এবং কিছু বাংলাদেশী টাকা পাই এগুলো পেয়ে আরো সন্দেহ ঢুকে তারপরে তাকে আরো চেক করি কিছুক্ষণ পরে দেখি একটি চোরা পকেটে হাজার টাকার নোট সেগুলো বের করি টাকাগুলো গনার পর আমরা দেখতে পারি সে ১১ হাজার টাকা মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। সেখানে অনেক গণ্যমান্য সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিল । তাদের কথা মতো টাকা এবং ডলার ফিরিয়ে দেই তাকে মিশুকে উঠিয়ে দেই এবং বলি আর যাতে এমন প্রতারণা না করে মানুষের সাথে ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: