জীবন জলের মতো, বাঁধ মানে না কভু
Автор: Md Jam
Загружено: 2025-11-23
Просмотров: 25
জীবন জলের মতো, বাঁধ মানে না কভু
জলের মতো নির্মল থাকুক তোমার অনুক্ষণ।
বিন্দু বিন্দু সুখ এসে ঝরে পড়ুক মনে,
শিশির হয়ে ঝলমল করো প্রভাতেরও ক্ষণে।
মুখড়া
জীবন জলের মতো, বাঁধ মানে না কভু
স্রোতে ভেসে চলে সময়—চেনা–অচেনা রভু
পদ্মপাতার মতো ভাসো, থেকো শান্ত অনন্ত
প্রবাহের নিয়মে খুঁজে নাও আগামী জীবন্ত
অন্তরা ১
কখনো নদী হয়ে গেয়ে যায় মধুর গান
কখনো শুকিয়ে ফেলে রেখে যায় তৃষ্ণার প্রাণ
যা আসে তাকে আসতে দাও, যা ঝরে যেতে দাও
ধারা যেমন এগিয়ে চলে, তেমনি তুমি বাঁচো চাও
অন্তরা ২
বিন্দু বিন্দু আনন্দ জমুক তোমার জীবনচরে
তৃষ্ণার সুর বাজুক মৃদু প্রভাতি আলো ভরে
থেমো না কোনো বিকেলে, ক্লান্তি যদি আসে
নতুন রোদ হাসবে আবার, মেঘ ভেঙে আশেপাশে
অন্তরা ৩
ঝড় এলেও ভয় পেও না, মেঘ তো পথিক শুধু
ঝরার পরে রোদ উঠবে সোনালি কিরণ মধু
তরী যদি রাখো শক্ত, পাবে সাগর পাড়ি
বিশ্বাস যারা ধরে রাখে, তারাই জেতে ভারি
অন্তরা ৪
জীবন রঙ নেয় প্রতিদিন—হাসি-কান্নার ধারা
ভাঙা স্বপ্ন জোড়া লাগে আগামী আশা ধারা
গতকালের সব হারানো আজ পথেরই সাথি
হৃদয়ের শক্তি নিয়ে চল—জীবন বড় প্রার্থনা মাতি
সমাপ্তি / সেতুবন্ধ
ফুল হয়ে ফুটে ওঠো তুমি প্রতিটি নতুন ক্ষণে
জলের মতো থেকো নির্মল মমতা ভরা মনে
বিন্দু বিন্দু সুখ ঝরে পড়ুক নীরব ভালোবাসায়
চলুক জীবন স্রোত বেয়ে—আলো থাকুক পাশে রয়
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: