অমরকন্টকের পথে, মিরিয়া থেকে দমগড়।
Автор: Niranjan Yatra Narmada
Загружено: 2026-01-12
Просмотров: 211
৬ই মে ভোর থাকতে কাদার মধ্যে দিয়ে হেঁটে জঙ্গলের কিনারে গিয়ে লঘুশঙ্কা সেরে নিলাম। এরপর নলকূপের জলে স্নান। পূজা আরতি করে জিনিস পত্র গুছিয়ে পথে নামলাম সাড়ে ছটায়। আমার ছোটমা তখনো বিছানা ছাড়েনি। কম্বল সরিয়ে মুখ বার করে সে আমাকে বিদায় জানালো। জুতো ব্যাগে ঝুলিয়ে খালিপায়ে পথ চলছি। অনেকটা ঝাড়ি জঙ্গল পেরিয়ে পূর্ব দিকে এক মাইল পরে পাকা সড়ক খুঁজে পেলাম। এখানে চারিদিকে ছোট ছোট কুঁড়ে ঘর। এটাই মিরিয়া গ্রাম। এখান থেকে দক্ষিণ দিকে মাইল দশেক দূরে দমগড়। সড়ক পথটি একটি পাহাড়ের ডানদিক দিয়ে সমান্তরাল ভাবে চলছে। এক গ্রামবাসীকে সঙ্গী হিসেবে পেলাম, সেও দমগড় যাবে। ব্রহ্মকুন্ড ও নীলকন্ঠ আশ্রম গেলাম না। আশ্রমটি অনেকটা দূরে ডানদিকে আমি ফেলে এসেছি, আশ্রমের প্রকৃত অবস্থান বুঝতে না পেরে। ফরিসেমর নামে একটি গ্রামের প্রান্তে একটি বাড়িতে চা বিস্কুট খেলাম। আবারো কয়েক মাইল একসাথে চলার পর সঙ্গী লোকটা পথচলতি গাড়ি ধরে এগিয়ে চলে গেল। সাড়ে এগারোটার পর আমিও দমগড় পৌঁছে লোকটির সাথে আবার দেখা হলো। সে এসেছে একটি সালিশি সভায় তার বক্তব্য জানাতে। আমিও তাদের গ্রাম্য সালিশি শূনতে শুনতে চা খেয়ে খানিকটা বিশ্রাম নিলাম। এরপর পাহাড়ের কোলে কোলে অনেকটা পথ গিয়ে একটা আশ্রম নজরে পড়ল। এখানে কয়েকজন সন্যাসী বাস করেন। তারা তখন আটা ময়দা মাখার তোড়জোড় করছিল। এখানে দুপুরে ভোজন করার ইচ্ছা হলো না তাই পথের নিশানা জেনে নিয়ে শুরু করলাম গভীর জঙ্গলপথে পাহাড় চড়াই। অমরকন্টকের মাঈ কি বাগিয়া এখানথেকে আরো ভালো কিলোমিটার পথ। নর্মদে হর।
#niranjan yatra narmada
#narmadaparikrama #narmada padyatra #narmada maiya # tapobhoomi #tapobhoomi narmada #hindupilgrimage #tirth yatra
#tirth darshan #tirth bhumi #padyatra
#নিরঞ্জন যাত্রা নর্মদা #নর্মদা পরিক্রমা # নর্মদা পদযাত্রা # মা নর্মদা #তপোভূমি # তপোভূমি নর্মদা # পদযাত্রা # তীর্থ পর্যটন # তীর্থ দর্শন # তীর্থ ভ্রমণ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: