RPF- এর সহযোগিতায় এই শীতে গারো পাড়া বাঘাবাড়ী টি গার্ডেনের শ্রমিকদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল।
Автор: Bengal Beat (BB)
Загружено: 2025-12-21
Просмотров: 3
RPF- এর সহযোগিতায় এই শীতে গারো পাড়া বাঘাবাড়ী টি গার্ডেনের শ্রমিকদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল।
আজ Railway Protection Force, Alipurduar Division এর পক্ষ থেকে আলিপুর দুয়ারের গারো পাড়া বাঘাবাড়ী টি গার্ডেনে অনুষ্ঠিত হল চা শ্রমিক পরিবারের নিয়ে কম্বল ও শীতবস্ত্র প্রদান কর্মসূচী। অনুষ্ঠানে ৬০ টি কম্বল, ৩০ টি শাড়ি ও ৭০০ এরও বেশি শীত বস্ত্র বাগানের ছেলে- মেয়ে, মহিলা - পুরুষ ও শিশুদের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও RPF department এর পক্ষ থেকে বাগানের সহজ - সরল শ্রমিকদের রেল যাত্রার বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। Dragging ও human trafficking এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ বিষয়ে Divisional Inspector শ্রী প্রণব মন্ডল জানান dutyর পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু করার জন্যেই তাদের এই উদ্যোগ। বিভিন্ন বাগানে গিয়ে সাধারণ সহজ- সরল শ্রমিকদের নিরাপদ রেল সফরের বিষয়ে awareness করা এবং এই ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাতে তাদের হাতে সাধ্যমত শীতবস্ত্র তুলে দিতে পেরে , বিশেষ করে শিশুদের ও বয়স্ক মহিলাদের সোয়েটার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
#RPF#Railway Protection Force, Alipurduar Division#news #Bengal Beat#Bangabari tea garden#
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: