নোটারী পাবলিকের হলফনামায় বিবাহ ও তালাকের পদ্ধতি
Автор: bdlawnews.com
Загружено: 2022-08-13
Просмотров: 24153
Our Website: https://www.bdlawnews.com
facebook profile of Adv. A.B.M. Shahjahan Akanda Masum: / abmsjahan
Our law firm: https://lawfornations.com (Only urgent call: +8801842459590)
বিডিলনিউজ.কম বাংলাদেশের প্রথম আইনের পোর্টাল। ২০১২ সালের নভেম্বর মাস থেকে বিডিলনিউজ.কম এর যাত্রা শুরু হয়। সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব এবিএম শাহজাহান আকন্দ মাসুম এটি প্রতিষ্ঠা করেন। তিনিই বিডিলনিউজ.কম এর সম্পাদক।
মূলত সাধারণ মানুষের আইনগত নানান বিষয়ে জ্ঞান লাভের জন্যে এই ইউটিউব চ্যানেলটি ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের সকল মানুষকে আইনের নানান স্তর সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা এবং গুরুত্বপূর্ণ আইনানুগ প্রেক্ষাপটে নিজের অর্জিত প্রাথমিক ধারণাকে কাজে লাগিয়ে সেই প্রেক্ষাপট থেকে উত্তরিত হয়ে আসা।
মানুষের দৈনন্দিন জীবনের সাথে নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের প্রায় শতাধিক ভিডিও রয়েছে। বিভিন্ন ফৌজদারি বিষয়, সম্পত্তি ও অধিকার সম্পর্কিত নানান সিভিল/দেওয়ানি বিষয়, পারিবারিক বিষয়, চাকুরি সংক্রান্ত বিষয়, জমি জমা সংক্রান্ত বিষয়, ব্যবসা সংক্রান্ত বিষয়, ট্যাক্স সংক্রান্ত বিষয় ও আরো অন্যান্য নানান বিষয়ে আমাদের একাধিক ভিডিও রয়েছে। আমরা আমাদের কন্টেন্টগুলোর মাধ্যমে মানুষের প্রাথমিক আইনগত তথ্যসমূহ (Basic Legal Need) সরবরাহ করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে, মেসেজে কিংবা ফোন করে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো আপনাদের সামান্যতম উপকারে আসলেই আমরা সফল।
নিজে আইন জানুন, অপরকে জানান দিন এবং আইনের প্রতি স্ব-শ্রদ্ধ হয়ে তা প্রতিপালন করুন। আইন না জানার ফলে অযথা আইনের জটিল প্রক্রিয়ায় পতিত হওয়া থেকে বিরত থাকুন। Stay Legally Informed.
#বিবাহ#তালাক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: