Compass Today Episode Review 17 January | কম্পাস আজকের পর্ব | Ripa Update Daily
Загружено: 2026-01-17
Просмотров: 10325
#Compass #StarJalsha #স্টারজলসা #bengaliserial
কলেজের সরস্বতী পুজোর দায়িত্ব কম্পাস কে দিয়ে, নতুন করে বিপদে ফেলার পরিকল্পনা করলে অভিজ্ঞান ও অখিলেশ চৌধুরী!
শুরুতেই আমরা রিতু যার অফিস রুমে দেখতে পাই সেখানে সে মিটিং করছিল ঠিক সেই সময় সেখানে কম্পাস চলে আসে এবং ঋতু কে জানায়, রাস্তার ট্রাফিক সিগনালের আশেপাশে থেকেই গ্যাস ছড়িয়ে পড়ে আর সেটা থেকেই মানুষ অসুস্থ হয়ে যায়। এছাড়াও ডক্টর বলেছে নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে স্টুডেন্টরা অসুস্থ হয়েছে।
এরপর কম্পাস ঋতু কে বলে এই বিষয়ে পুলিশকে তদন্ত করার কথা বলার জন্য। আর ট্রাফিক সিগন্যালের আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো চেক করার জন্য। ঠিক সেই সময় সেখানে অখিলেশ চলে আসে এরকম কম্পাস কে বলে এইসব ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। তোমাকে অন্য আর এক কাজের দায়িত্ব দেয়া হবে তুমি সেটাই কর।
এরপর অখিলেশ কম্পাসকে বলে কলেজের সরস্বতী পুজোর দায়িত্ব নেওয়ার জন্য এবং টিমের লিডার হয়ে পুরো পুজো টাই নিজের হাতে সামলানোর জন্য। আর গ্যাসের যে ব্যাপারটা সেটা সে নিজেই সামলে নেবে আর পুলিশকে বলা হয়েছে পুলিশ তদন্ত করবে এসবে যেন কম্পাস মাথা না ঘামায়।
💳 Credits :-
The Picture & Video Credits belong to the respective owner : Star Jalsha Channel & Novi Digital India.
All the information provided on this channel is for educational purposes only.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: