তুরস্কের স্বাধীনতা যুদ্ধ: কাহারমানারাস Independence War of Turkey: Kahramanmars
Автор: N I Khan
Загружено: 2020-04-08
Просмотров: 833
তুরস্কের স্বাধীনতা যুদ্ধ: কাহরামানারাস
Independence War of Turkey: Karhamanmars
প্রথম বিশ্বযুদ্ধের সময় আরব মিশর থেকে শুরু করে উত্তর আফ্রিকার বর্তমানে দেশ সমূহ অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধে অটোমান সাম্রাজ্যের প্রায় এক-চতুর্থাংশ মানুষের মৃত্যু ঘটে। যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ ইস্তানবুল আমেরিকানদের দখলে যায়, পূর্বাঞ্চল আরব দেশ সহ উত্তর আফ্রিকা ব্রিটিশ ও ফ্রান্সের দখলে যায়। খ্রিস্টান জগতের কাছে স্বাধীনতার আশা করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশসমূহ অটোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। যদিও বিশ্বযুদ্ধের পর তাদের ঘাড়ে আবারো বিধর্মী ও বিজাতীয় ঔপনিবেশিক শক্তি চেপে বসে। অটোমান সাম্রাজ্যের বাকি অংশকে বিজয় দেশগুলো তাদের সুবিধামতো টুকরো টুকরো করে ভাগাভাগি করে নেয়।
তুরস্কের পূর্বাঞ্চল ব্রিটিশ ও ফরাসিদের দখলে চলে যায়। গোপন চুক্তি অনুযায়ী কারহামানমারাস ব্রিটিশরা ফরাসিদের কাছে ছেড়ে দেয়।
অটোমান সাম্রাজ্যের বাকি অংশ বিজিতদের দখলি সম্পত্তি হিসাবে অন্তত চার বছর ভোগে। এমন সময় তুরস্কের জাতীয়তাবাদী সামরিক নেতা আতাতুর্ক আবির্ভূত হয়। তার অনুসারী সৈন্যদলের সাথে যোগ দেয় অটোমান অবশিষ্ট সৈন্যরা।
কারহামানমারাস থেকেই শুরু হয় জয়ের পালা। তারই স্মরণে কারহামানমারাসে স্থাপিত মিউজিয়াম, মসজিদ পরিদর্শনের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে নিবেদিত হলো।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: