ভুলিতে পারিনা তারে ভোল যায়না| পিউ মল্লিক| নতুন কুড়ি ২০২৫ আধুনিক গান ক শাখা
Автор: এডভোকেট মোঃ আরিফ হোসেন
Загружено: 2025-10-19
Просмотров: 68861
'পিউ মল্লিক' ওর বাবা-মা আর গুরুর প্রতি সম্মান জানাই এবং তাঁদের প্রতি অনুরোধ থাকবে খুব যত্ন নিয়ে ওকে গড়ে তুলুন। ওর ভেতর গানের যে প্রতিভা আছে সেটা খুবই দূর্লভ। এই বয়সের জন্য তো বটেই। কী সুমধুর কণ্ঠস্বর ও সুরের দখল। গতরাত থেকে ওর গাওয়া গানটা কয়েকবার শুনেছি। শ্রদ্ধেয় শাকিলা জাফরের পর এই প্রথম মনে হলো কেও তাঁর এই গানের প্রতি পরিপূর্ণ জাস্টিজ করেছে। পরবর্তী রাউন্ডেও অনবদ্য গাইবে আশাকরি এবং ওর প্রতিভা আসলে সকল প্রতিযোগিতার ঊর্ধ্বে।
নতুন কুঁড়ি ২০২৫”-এর চূড়ান্ত বাছাই পর্বে আধুনিক গান ‘ক’ বিভাগে এবং নজরুল সংগীত ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ছোট্ট শিশু পিউ মল্লিক।
রূপালী ব্যাংক পিএলসির বটিয়াঘাটা শাখা, খুলনার সহকারী মহাব্যবস্থাপক অমিতোষ মল্লিকের কন্যা পিউ মল্লিক (৪র্থ শ্রেণী, বয়স ১১ বছর, বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা) তার সুরেলা কণ্ঠে জয় করেছে বিচারকদের মন ও সারা দেশের সংগীতপ্রেমীদের ভালোবাসা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: