Compound Noun in Bangla. BCS. Bank. Admission Test. Munna'r Pathshala.মুন্নার পাঠশালা।
Автор: Munna'r Pathshala
Загружено: 2021-06-08
Просмотров: 209
ফেসবুক পেজের লিংকঃ / munnaali55
ফেসবুক গ্রুপের লিংকঃ / 843758412885464
আসসালামু আলাইকুম
আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি Compound Noun সম্বন্ধে।
Compound Noun গুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় সেগুলা দেখানোর চেষ্টা করেছি। পরীক্ষার হলে আমাদের কোন ভুলগুলো হতে পারে এই টপিকটা সম্বন্ধে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় আমরা ঢালাওভাবে পড়লেও মনে রাখতে পারিনা তাই এই ভিডিওর ভিতর আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এবং কোন জিনিসগুলো দেখে আমরা এই টপিকটা সম্বন্ধে চিনতে পারব এবং পরীক্ষার খাতায় সঠিক উত্তর দিয়ে আসতে পারবো।
‘মুন্নার পাঠশালা’ ‘Munna’r Pathshala’ ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে এমনই বিভিন্ন কঠিন জিনিস গুলো কিভাবে সহজে আত্মস্থ করা যায় সেই উপায় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ।
এই ভিডিওর ভেতর যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের আলোচনা সমালোচনা অবশ্যই এই চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আপনাদের কোন প্রশ্ন থাকলে উম্নোক্ত ফেসবুক লিংক দুইটাতে ক্লিক করে লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলো ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের মাধ্যমে জানাতে পারেন। ইনশাআল্লাহ ,প্রশ্নগুলো সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: