ইলামবাজারে ISF সভা থেকে তীব্র আক্রমণ নওশাদ সিদ্দিকীর | কেন্দ্র–তৃণমূলকে নিশানা
Автор: Talk to TIME News
Загружено: 2025-12-18
Просмотров: 691
ইলামবাজারে ISF সভা থেকে তীব্র আক্রমণ নওশাদ সিদ্দিকীর | কেন্দ্র–রাজ্য–তৃণমূলকে নিশানা
বীরভূমের ইলামবাজারে আইএসএফের জনসভা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুখবাজার গরুর হাট সংলগ্ন মাঠে আয়োজিত ‘সাধারণ মানুষের অধিকার রক্ষা’ সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে তীব্র আক্রমণ করেন।
সভামঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন,
ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র সরকারের একতরফা মনোভাব সংখ্যালঘু মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করছে এবং এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসও কার্যত কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করছে।
এদিন তিনি বীরভূমের বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-কেও নিশানা করে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি আদিবাসী তৃণমূল নেতা রবি মুর্মুর বিরুদ্ধে বালি চুরির অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী।
এই বক্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, নওশাদ সিদ্দিকী শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই ধরনের মন্তব্য করছেন এবং তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
আইএসএফ ও তৃণমূলের এই পাল্টাপাল্টি মন্তব্যে বীরভূমের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল।
👉 এই রাজনৈতিক সংঘাত নিয়ে আপনার মতামত কী?
কমেন্টে জানান।
ভিডিওটি ভালো লাগলে Like, Share ও Subscribe করতে ভুলবেন না।
#NaushadSiddiqui #ISF #BirbhumPolitics #IlamBazar #TMC #WestBengalPolitics #BreakingNewsBangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: