বারদী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের মহিমা।কেন সকল ধর্মের মানুষ ছুটে যায় বারদী লোকনাথ বাবার আশ্রমে?
Автор: Divine Pleasure
Загружено: 2023-05-11
Просмотров: 10523
জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ হিন্দু সমাজে অবতারের মর্যাদা পান।বাবা লোকনাথ আনুমানিক ১৭৩০ সালে ভারতে জন্মগ্রহন করেছিলেন। তিনি ১৮৯০ সালে বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার বারদীতে দেহত্যাগ করেন।তিনি নিজ হাতে ১৮৬৩ সালে বারদীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন।যা বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় এবং জনপ্রিয় তীর্থস্থান।কথিত আছে বারদিতে এসে বাবা লোকনাথের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়।এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীস্টান সকল সম্প্রদায়ের মানুষ বাবা লোকনাথের কাছে পূজা দিতে আসে।প্রতিদিন অসংখ্য দুঃখি পীড়িত মানুষ বাবা লোকনাথের আশ্রমে আসে তাদের কষ্ট গুলি জানাতে।বারদির আশ্রমের ভগ প্রসাদ একপ্রকার অসাধারন।আলু সিদ্ধ ভাত আর মাসকালাইয়ের ডাল যে এত মজা খেতে এখানে না আসলে জানা যেত না।প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় বারদী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এবং প্রতিদিন ভোগ প্রসাদ রান্না করা হয়।কিন্তু কোন্দিন খাবার কম পরে না।এখানে সকাল ১১ টায় বাল্য ভোগ দেয়া হয় এবং বিকেল ৫ টায় রাজভোগ দেয়া হয়।
#লোকনাথ #হিন্দু #loknath
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: