ধর্ম নিরপেক্ষতাবাদ | Secularism | শাইখুল হাদীস মুফতি জসিমুদ্দিন রাহমানি | Shaikh Jasim Uddin Rahmani
Автор: Live 63
Загружено: 2024-04-21
Просмотров: 1131
ধর্ম নিরপেক্ষতাবাদ | Secularism | শাইখুল হাদীস মুফতি জসিমুদ্দিন রাহমানি | Shaikh Jasim Uddin Rahmani | Live 63.
💌💌💌💌💌💌💌💌আলোচনার বিষয়বস্তুঃ
ধর্ম নিরপেক্ষতাবাদ কি পর্ব-২?
💌💌💌💌💌💌💌💌💌💌তাফসীরকারীঃ
শাইখুল হাদীস মুফতি জসিমুদ্দিন রাহমানি
রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ।
🏳️শাইখুল হাদীস মুফতি জসিম উদ্দিন রাহমানি
(হাফিজাহুল্লাহ) এর সংক্ষিপ্ত জীবন দর্শন।
এদেশের হাতেমবাগ মসজিদের খতিবের মত কঠিন
পরিক্ষা আল্লাহ কোন আলেমের নিয়েছেন কিনা
আমার জানা নেই।
এক আল্লাহ এবং তার রাসুল সাঃ কে ভালোবাসতে
গিয়ে হাতেমবাগ মসজিদের খতিব শাইখুল হাদীস
মুফতি জসিম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লা যে,
সমস্ত পরিক্ষার সম্মুখীন হয়।
নিচে সংক্ষেপে সেগুলো উল্লেখ করা হলোঃ
🏴স্ত্রী তাকে পরিত্যাগ করেছেন।
🏳️আপন ভাইয়েরা তাকে পরিত্যাগ করেন।
🏴তিনি বিভিন্ন সময় হত্যার হুমকি পেয়েছেন।
🏳️নিজে জালিম শাসক দ্বারা কারাবন্দি হয়েছেন।
🏴বিভিন্ন বিপদ আপদ, অনিশ্চয়তার মধ্যে ছিলেন।
🏳️সহায় সম্বল বলতে ছিলেন মা, তিনিও মারা যায়৷
🏴ছোট ভাই তাকে সাহায্য করছিল সেও মারা যায়।
🏳️বাসা ভাড়া না দিতে পারার কারণে বাসা থেকে তাকে বের করে দেয়া হয়।
🏴বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া
রহমানিয়ায় বুখারী শরিফ পড়াতেন।
(আল্লামা আজিজুল হক্ক রহঃ) এর পরে সেখানে
তিনি মুহতামিম হবার একমাত্র যোগ্য ছিলেন।
সেখান থেকেও তাকে মামলা দিয়ে মাদ্রাসা
ছাড়তে বাধ্য করেছেন ক্ষমতা লোভী ব্যক্তিরা।
এত কিছু হওয়া সত্বেও আমাকে যদি কেউ কোন
প্রশ্ন করে বাংলাদেশের কোন আলেমের ইলমি
অবদান সব থেকে বেশি!
আমার অল্প অভিজ্ঞতায় এক বাক্যেই উত্তর হবে হাতেমবাগ মসজিদের খতিব শাইখুল হাদিস
মুফতি জসিম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ।
অনলাইনে তার প্রায় ৫০০ এর উপর লেকচার
আছে। এগুলো সব কেউ শুনলে তার
ইসলামের বেজমেন্ট খুব স্ট্রং হবে ইনশা'আল্লাহ।
তার যে ইলমি মাকাম মাসে লাখ খানেক কামানো কঠিন কিছুই ছিলো না।
তার বাবা ছিলন বর্তমান বরিশাল বিভাগের বরগুনা হেউলিবুনিয়ার বিত্তশালী নূর হাওলাদার।
বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া সমস্ত
সম্পত্তি বিক্রি করে ঢাকায় এসে মারকাজ
প্রতিষ্ঠা করেছিলেন।
কিন্তু তাগুত শাসকের চক্রান্তে তার কোন স্বপ্নই
বাস্তবায়ন হয়নি।
শুনা যেত শাইখ প্রতিদিন ভোরে তার সেলে বসে
মনোমুগ্ধকর কণ্ঠে কুরআন তিলাওয়াত করত।
কুরআনের তাফসির মাহফিলের ময়দানে তার বক্তব্য
যত কঠিন ছিল, তিলাওয়াত ততই নরম।
মহান আল্লাহ তায়ালা শাইখ এর উপর অফুরন্ত
রহমত বর্ষণ করুক এবং
নিজ দয়ায় জালেমের কারাগার থেকে মুক্তির
ব্যবস্থা করে দিন।
আমিন ইয়া রাব্বাল আলামিন।
💌💌💌💌💌YouTube Channel: Live 63.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: