জামাত নেতা শাহাজান চৌধুরীর বক্তব্যে তোলপাড় | আমাদের বলতে বাংলাদেশ কে বুঝিয়েছেন |
Автор: KORBAN TV
Загружено: 2025-11-23
Просмотров: 7937
জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। তিনি “আমাদের” শব্দটি দিয়ে মূলত বাংলাদেশকেই বুঝিয়েছেন—এমনটাই তাঁর ব্যাখ্যা। প্রশাসনে কোনো বিদেশি দেশের প্রভাব, ইঙ্গিত বা অনাকাঙ্ক্ষিত প্রভাব যেন না থাকে—এই বিষয়টিই তিনি তুলে ধরতে চেয়েছেন বলে মত দিয়েছেন অনেকেই।
ব্যক্তিগত জীবনে ভদ্র, শিষ্টাচারসম্পন্ন ও উদার মনের রাজনীতিবিদ হিসেবে পরিচিত শাহাজাহান চৌধুরী নিজের বক্তব্যে কাউকে আক্রমণ করেননি এবং কোনো ধরনের অশালীন ভাষাও ব্যবহার করেননি।
তবে কেন এত বিতর্ক? রাজনৈতিক মহলের মতে, তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই আসলে বিতর্কের কেন্দ্রবিন্দু। “লেজকাটা শিয়াল চায় সব শিয়ালের লেজ কাটা যাক”—এমন প্রবাদটিই যেন পরিস্থিতিতে প্রযোজ্য।
পুরো বিশ্লেষণ জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি।
#ShahjahanChowdhury #JamaatPolitics #BangladeshPolitics #PoliticalAnalysis #SocialMediaBuzz #BangladeshNews #CurrentAffairsBD #OpinionBD
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: