Amar Na Jodi Thake Sur (আমার না যদি থাকে সুর) by Mizanul Chowdhury | Hit song of Manna Dey
Автор: Mizanul Chowdhury
Загружено: 2017-10-24
Просмотров: 29762
#banglasong #mannadey #mannadeysong
মান্না দে'র এই বিখ্যাত গানটি আমার অনেক প্রিয়। সেই অনেক ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। এই গান টির কথা, সুর এবং ছন্দ খুবই চমৎকার। কি সুন্দর করে দাদা এই কঠিন গানটি এত সহজ গেয়ে গেলেন, আমি সত্যি খুবই আশ্চর্য হই।
আমি চেষ্টা করেছি। ভাল লাগলে খুশি হব।
গানঃ আমার না যদি থাকে সুর | Amar Na Jodi Thake Sur (1960)
শিল্পীঃ মান্না দে | Manna Dey
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় | Pulak Bandyopadhyay
সঙ্গীত: মান্না দে | Manna Dey
Lyrics:
আমার না যদি থাকে সুর তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল আমার কাছে সুরভী নেবে
এরই নাম প্রেম এরই নাম প্রেম
এরই নাম প্রেম এরই নাম প্রেম
জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়
জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়
চোখের স্মৃতির মণিদীপ মনের আলোয় কভু কি নেভে
এরই নাম প্রেম এরই নাম প্রেম
এরই নাম প্রেম এরই নাম প্রেম
দুজনেই দুজনাতে মুগ্ধ দুজনার রূপে কত সুন্দর
দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর
এর কাছে স্বর্গসুধার বেশী আছে মূল্য কি আর
এর কাছে স্বর্গসুধার বেশী আছে মূল্য কি আর
অমর দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে
এরই নাম প্রেম এরই নাম প্রেম
এরই নাম প্রেম এরই নাম প্রেম
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: