৩২ হাজার স্বস্তি পেলেন, ২৬ হাজারের শাস্তি কেন?
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2025-12-04
Просмотров: 27464
গতকাল ৩২ হাজার পরিবার স্বস্তি পেলেন, অসন্মানের দোরগোড়া থেকে ফিরে এলেন। তাঁদের উল্লাস, আনন্দ বুঝি। কিন্তু তার বাইরে এক বিরাট সংখ্যক মানুষ আনন্দিত এবং দুঃখিত। শ্লোগান উঠেছে চটি মারো তালে তেলে, গাঙ্গুলি আর বিকাশের গালে। বলাই বাহুল্য এনাদের এই গাঙ্গুলি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ হলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। যাঁরা সোশ্যাল মিডিয়াতে এসব লিখছেন তাঁদের লেখায় এই রায় যে এক আপাতত, হ্যাঁ আপাতত স্বস্তি দিচ্ছে, তার কথা নেই, তাঁদের মনে হয়েছে আদালত এক ক্লিন চিট দিল রাজ্যের শিক্ষা দপ্তরকে, শিক্ষা দূর্নীতি বলে কিছুই হয় নি ইত্যাদিই ঘুরছে তাঁদের মাথায় আর সেটাই তাঁরা সমাজ মাধ্যমে বলে যাচ্ছেন। অন্যদিকে দেখুন, আঁখি ছল ছল সেই লোকজনেদের, এমন রায়? সব চোরেরা ছাড় পেয়ে গ্যালো? এটা কি বিচার? একজন সাংবাদিক, সাংবাদিক না বলে তাঁকে বিজেপির প্যামফ্লেট লেখকও বলাই যায়, এক বড় চ্যানেলের মাথায় তিনি এখন সাইড লাইনে, কারণ মাঠে খেলছেন ক্ষমতাশীন তৃণমূলের একজন, ক্ষমতা চলে গেলেই ঐ সাইড লাইন থেকে ওনাকে মাঝমাঠে ছেড়ে দেওয়া হবে, মাঝমাঠে এখন যিনি খেলছেন তাঁকে ডেকে নেওয়া হবে সাইড লাইনে। এটাই স্ট্রাটেজি। সে যাই হোক সেই সাংবাদিক, হুজুরেরা যে সুবিচার করলেন না তা বোঝাতে এক তক্তা লিখেছেন। কম বেশি হতে পারে কিন্তু একটা শার্প ডিভিশন এই রায়কে ঘিরে। থাপ্পড় পড়লো বিকাশ উকিল আর বিচারপতি গাঙ্গুলির গালে, এরকম এক ন্যারেটিভ গতকাল দুপুর থেকে বাজারে ঘুরছে। সত্যিই কি তাই? রায়ে কী বলা হয়েছে?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: