তোমার চোখ এতো লাল কেন। নির্মলেন্দু গুণ। মুসা আকন্দ। ম্যাংগো টিভি। Mango Tv
Автор: Musa Akondo Official
Загружено: 2025-11-18
Просмотров: 773
#কবিতা - তোমার চোখ এতো লাল কেন।
#কবি নির্মলেন্দু গুণ।
#আবৃত্তি মুসা আকন্দ।
#রেকর্ড - সুরালোক স্টুডিও।
#মিউজিক মোহাম্মদ মবিন।
#ভিডিও খোকন।
#ডিরেক্টর শামিম
#প্রযোজক ম্যাংগো টিভি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন গেজ্ঞি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: ’তোমার চোখ এত লাল কেন?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: