খড়ের বিকল্প খড়ের ভুষি/ ধানের চিটা!মাছের খাদ্য+প্রাকৃতিক খাদ্যের যোগান। Straw-Natural food,feed
Автор: ABEED LATEEF
Загружено: 2022-12-17
Просмотров: 35025
পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমরা খড় প্রয়োগের কথা বলি।
এই খড় যেমন মাছের খাদ্য হিসেবে, খাদ্যের উৎস হিসেবে এবং এর নির্যাস ফাইটোপ্লানকটন এবং জু প্লাঙ্কটন তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে।
তেমনি ভাবে ধান মারানোর সময় খড়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলি সারের গর্তে ফেলা হয় অথবা পুড়িয়ে ছাই করা হয়।
এইগুলি যদি আমরা জমা করে পরিমিত পরিমাণে পুকুরে প্রয়োগ করি তাহলে সেখান থেকে প্রচুর খাদ্য তৈরি হতে পারে যেটা এই মুহূর্তে ঘরের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে।
খড়ের বিকল্প হিসেবে এই খড়ের ভুষির ব্যবহার আমাদের জাতীয় সঞ্চয়ের সাথে যুক্ত হতে পারে এবং বর্তমান বাজার দর হিসেবে খড়ের যে দাম তার থেকে বিনামূল্যে এই ভুষি একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে।
সবাইকে ধন্যবাদ।
#খড়ের_বিকল্প_খড়ের_ভুষি_ধানের_চিটা,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: