একজন ফাসিক যুবকের তাওবা | হযরত মূসা (আঃ) ও আল্লাহর অপার দয়া, Molana Forid Hosen Kadri New Byan
Автор: Farid Waz Studio
Загружено: 2026-01-25
Просмотров: 10
আলহামদুলিল্লাহ 🤲
আজকের এই ভিডিওতে আমি বয়ান করেছি—
বনি ইসরাইলের যুগের এক যুবকের অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা,
যে ছিল বড় ফাসিক, বড় গুনাগার।
আল্লাহ তাবারক ওয়া তা'আলার হুকুমে
হযরত মূসা আলাইহিস সালাম তাকে এক গ্রাম থেকে,
তারপর এক এলাকা থেকে,
অবশেষে একটি শহর থেকেও বের করে দেন।
শেষে সেই যুবক আশ্রয় নেয় এমন এক পাহাড়ে—
যেখানে মানুষের যাতায়াত নেই,
খাওয়া-দাওয়া নেই, কোনো সহায় নেই।
অসুস্থ অবস্থায়
সে কান্না করতে করতে আল্লাহর কাছে নিজের সব গুনাহ স্বীকার করে,
খাঁটি মনে তাওবা করে।
👉 আল্লাহ তাবারক ওয়া তা'আলা তার তাওবা কবুল করেন
👉 ফেরেশতাদের পাঠান
👉 ওহির মাধ্যমে হযরত মূসা (আঃ)-কে জানানো হয়
👉 তাকে গোসল, কাফন ও দাফন করা হয় সম্মানের সাথে
এই ঘটনা আমাদের শেখায়—
✔️ গুনাহ যত বড়ই হোক
✔️ তাওবার দরজা কখনো বন্ধ হয় না
✔️ আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল
ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন।
ভালো লাগলে লাইক দিন 👍
কমেন্টে লিখুন “ইয়া আল্লাহ, আমাদের তাওবা কবুল করো”
এবং ইসলামিক বয়ান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
📌 বয়ান ও প্রোগ্রামের জন্য যোগাযোগ
নাম: মাওলানা ফরিদ হোসেন কাদরী সাহেব
মোবাইল: _6295062721
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: