এখানে টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন | হিসাব টিভি | Hishab tv | Entrepreneur Story| Chalti
Автор: হিসাব টিভি
Загружено: 2025-08-21
Просмотров: 544
এখানে টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন | হিসাব টিভি | Hishab tv | Entrepreneur Story
মৃদুল যার প্রতিষ্ঠান একটি আবেগের নাম। যিনি তার প্রতিষ্ঠানটিকে তিলতিল করে গড়ে তুলেছেন মায়ের জমানো হজ্বের টাকা আর স্ত্রীর গহনা বিক্রি করে। তার ব্যবসা তার একটি ইমোশনের জায়গা। মৃদুল জানে কিভাবে হালাল উপার্জন করে মানুষকে সেবা দিয়েও সুন্দর ভাবে দেশের সেবা করা যায়। তার স্বপ্ন পূরণের পথকে আরো সুগম করতে "টিম হিসাব" গিয়েছিলো তার প্রতিষ্ঠানে। তাকে যতভাবেই প্রশ্ন করা হয়েছে সে সব গুলো প্রশ্নের উত্তরে মানুষের চিন্তা আর দেশের চিন্তা নিয়েই উত্তর করেছে।
মৃদুল চায় তার মতো এমন যেন হাজারো ব্যবসায়ী ঘরে ঘরে হয় আর তাই সে একটি উদ্যোগ নিয়েছে। যেখানে তার সাথে কন্টাক্ট করলেই অপনারাও বীনাপুর্জিতে সিসি টিভি ব্যবসা করতে পারবেন।
হিসাব চ্যানেলটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা তুলে ধরি বাংলাদেশি উদ্যোক্তাদের বাস্তব জীবনের গল্প। ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসার পেছনের সংগ্রাম, সাফল্য, ও অনুপ্রেরণার গল্প শেয়ার করি। যদি আপনি নতুন উদ্যোক্তা হন, তাহলে এই চ্যানেল আপনার জন্য।
#ব্যবসারগল্প #উদ্যোক্তা #BanglaBusinessStory #Hishab
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: