Respect ।। মানুষ মানুষের পাশে না দাঁড়াতে পারলে এ জীবন বৃথা।।
Автор: দি শা
Загружено: 2021-11-08
Просмотров: 544
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন এই বসে থাকা উদ্দেশ্য হীন ...
*আমরা কাজ গুলো করি মানুষকে ভালোবেসে ও আমাদের শিক্ষার সঠিক ব্যবহার করতে । পোস্ট গুলো করি মানুষদের কাছে ভাল সাজার জন্য নয় , বরং মানুশ যাতে তাঁদের পাশবিক রূপ টা সরিয়ে , বর্ণ , জাতি , আর্থিক দিক দিয়ে মানুষ কে বিচার না করে প্রতিটি মানুষ মানুষের জন্য বাচে এরূপ পরিবর্তন আনার জন্য । তাই কেউ কোন কুমন্তব্য করবেন না । নিজে না করতে পারলে আমাদের করতে দিন ।
প্রতিটি মানুষের অধিকার আছে ভাল করে জীবন যাপন করার , আমরা যাঁদের নিচু জাতি বলে গন্য করি তারা না থাকলে আমাদের ঘর বাড়ি , রাস্তা ঘাট পরিস্কার থাকত না , আমরা জীবনের মানে বুঝতাম না বা অনেক কাজ ই করতে পারিনা যা ওনারা খুব সহজেই করে দেন , ক্লাস এ ফার্স্ট হওয়া ছেলে তা যেটা করতে ভয় পায় সেটা ওনারা জীবনের ঝুঁকি নিয়ে করে দেখান , তাই সবাই প্রতিটা মানুষ কে শ্রদ্ধা করুন , আমরা কেউ ই কাউকে ছাড়া বাঁচতে পারিনা ।
ধন্যবাদ সবাইকে ।
শ্রদ্ধা ও ভালবাসা ওই মূল্যবান মানুষদের ও ।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: