Closing Ceremony of Physical Training Camp organised by
Автор: SAHAR NAGAR শহর নগর
Загружено: 2025-12-16
Просмотров: 84
পাঁচ দিনের শারীর শিক্ষা শিক্ষণ শিবিরের বর্ণাঢ্য সমাপ্তি
শহর নগর প্রতিবেদনঃ বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী অনাবাসিক শারীর শিক্ষা শিক্ষণ শিবির শেষ হলো। গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাঁকুড়া তথা রাজ্যের অন্যতম কৃতি ফুটবলার গৌরব সেনগুপ্ত, বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো, স্কুলের প্রধান শিক্ষিকা মুকুল মান্ডি, স্থানীয় কাউন্সিলর স্বর্ণ দাস, বিশিষ্ট সমাজসেবী ডাঃ অমিতাভ চট্টরাজ, ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, সংঘের কার্যকরী সভাপতি রবীন মন্ডল, সংগঠন সম্পাদক কল্যাণ কর্মকার, সন্দীপ চক্রবর্তী, সব্যসাচী ঘোষ, শান্তি নন্দী, দিলীপ দত্ত সহ স্কুলের শিক্ষিকাবৃন্দ ও স্কুল পরিচালন কমিটির সদস্য ফাল্গুনী চক্রবর্তী মৌমিতা দালাল প্রমুখ। পাঁচ দিন ব্যাপী এই শিবিরে উক্ত বিদ্যালয়ের ২৭৫ জন ছাত্রীকে এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, যোগাসন, কবাডি, ব্রতচারী, ড্রিল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । শিশু থেকে বয়স্ক প্রায় সকল বয়সের মানুষেরা যখন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে তখন তাকে দূরে সরিয়ে ফেলে খেলার মাঠে নিয়ে আসতে নিরন্তর কাজ করে যাচ্ছে এই সংগঠন। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প হয় না। আমাদের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য মেনে প্রাক স্বাধীনতার সময় থেকে অদ্যাবধি দেশীয় গ্রামীণ খেলাধুলা ও শারীর শিক্ষার প্রসারে সংগঠনের কর্মী ও প্রশিক্ষকরা কাজ করছেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ বসু ও অসীম নন্দী সুচারুভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ড্রিল, ব্রতচারী নৃত্য, কাবাডি, যোগাসন জিমন্যাস্টিকস ও অ্যাথেলেটিক্সের অভি প্রদর্শন উপস্থিত সকলকে মুগ্ধ করে। এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন সকলেই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: