উত্তম মৃত্যু ও তার আলামত আবু মুহাম্মদ আল-বাঙ্গালী
Автор: Ar-Ruh Media
Загружено: 2023-12-23
Просмотров: 13
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ!
সুর্য যেমন উদিত হয়,,উত্তাপ ছড়িয়ে তার সময় ঘনিয়ে এলে শক্তি ও প্রভাব হারিয়ে যায়, তেমনি আদম সন্তান যতই জ্ঞানী, ক্ষমতাশালী ও ঐশ্বর্যের অধিকারী হোক না কেন?! সকলের পরিসমাপ্তি, জীবনের সন্ধা নেমে আসে , কিন্তু এই সান্ধকাল যদি ভাল হয় ,তার মৃত্যু যদি ঈমানের উপর হয় তাহলে এটা তার জন্য কল্যাণকর, কেননা এটাই এই ধোঁকা দানকারী থেকে কল্যাণের উপর বিদায়।
আর যাদের শেষ ভাল হয়, তাদের সব কিছুই ভাল, রাসুল সাঃ বলেন: وَإِنَّمَا الأَعْمَالُ بِالْخَوَاتِيمِ
অর্থ-নিশ্চয়ই ‘আমলের ভাল-মন্দ নির্ভর করে তার শেষ অবস্থার উপর। (বুখারী -৬৬০৭)
মৃত্যুর সময় কিছু আলামত বা চিন্হ প্রকাশ পেলে আমরা বুঝতে পারব যে,সে কল্যাণের উপর মৃত্যু বরণ করেছেন,
আলামত বা চিন্হগুলি হল -----
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: