জানুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষ পদ্ধতি - Vegetable
Автор: Krishi Poribar
Загружено: 2024-12-27
Просмотров: 63752
জানুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষ পদ্ধতি - Vegetable
আজকে আমি আপনাদের দেখাবো জানুয়ারি মাসে কি কি শাক সবজি চাষ করতে পারবেন।
আমরা সারা বছর বিভিন্ন প্রকার শাক সবজি চাষ করে থাকি, তবে অনেকেই জানি না কোন সময় কোন সবজি চাষ করলে বেশি ফলন পাওয়া যায়।
তাই আজকে আমি আপনাদের জানাবো জানুয়ারি মাসের প্রথম থেকে শেষের দিকে কি কি সবজি চাষ করবেন।
জানুয়ারি মাসে আপনারা বেগুনটা চাষ করতে পারেন, কেননা বেগুন শীতের শেষে চাষ করলে বেশি ফলন পাওয়া যায়।
বেগুন যে কোন মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ মাটি হচ্ছে বেগুন চাষ করার জন্য আদর্শ।
আপনারা বিজলী প্লাস মরিচটা চাষ করতে পারেন, মরিচ চাষের জন্য যে তাপমাত্রা প্রয়োজন পড়ে এই সময়ে পেয়ে যাবেন।
যদি ও লাউ চাষের সিজেন প্রায় শেষের দিকে, তবে আপনারা হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন।
লাউ চাষ করার জন্য প্রথমেই জমি ভালো করে চাষ দিয়ে মাটি আলগা করে নিবেন।
জানুয়ারি মাসে টবে সিমেন্টের বস্তায় বা বাড়ির আশে পাশে হাইব্রিড শসা চাষ করতে পারেন।
আপনারা বারান্দায় বা রান্নাঘরে চালায় উচ্ছে বা করলা খুব সহজে ও অল্প সময়ে চাষ করতে পারেন।
যদি ও ধনিয়া পাতা সারা বছর চাষ করা যায়, তবে জানুয়ারি মাস হচ্ছে ধনিয়া পাতা চাষ করার সঠিক সময়।
ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমেই টবের মাটি খুব ভালোভাবে আলগা করে নিবেন, এরপর ধনিয়া বীজ ছিটিয়ে বপন করে দিবেন।
একইভাবে আপনারা ডাটা শাক, পালং শাক, লালশাক সহ অন্য আরো অনেক শাক চাষ করতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: