কুষ্টিয়ায় ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টের অভিযানে জরিমানা || kushtia || Diagnostic Centre ||
Автор: বি-নিউজ (B-News)
Загружено: 2025-05-13
Просмотров: 134
গতকাল (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় হাসপাতাল রোডের "ডলফিন ডায়গনস্টিক সেন্টার" এর কাগজপত্র ও টেস্ট রিপোর্টে সমস্যা পাওয়াই ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতাল মোড়ের "পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস" লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও সবকিছু সন্তোষজনক পাওয়া যায় এজন্য প্রতিষ্ঠান সিলগালা না করে সতর্ক করে জরিমানা করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে "দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার" এ কোন সমস্যা না পাওয়াই ধন্যবাদ জানিয়েছে।
পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস এর এমডি বলেন, আমরা ছয় মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছি কিন্তু গত ৬ মাসে ৪ জন সিভিল সার্জন পরিবর্তন হয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এখনো লাইসেন্স হাতে পাইনি। তিনি আরো বলেন এই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে খুব শিগ্রই আমরা লাইসেন্স হাতে নিয়ে নেব।
#ম্যাজিস্ট্রেট #কুষ্টিয়া #ভ্রাম্যমান #জরিমানা #ডাক্তার #হাসপাতাল #চিকিৎসক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: