ভোরে কক্সবাজার ফিশারি ঘাট | টাটকা সামুদ্রিক মাছ , অবিশ্বাস্য দাম | Cox's Bazar Fish Market 2025
Автор: Hello Bangladesh
Загружено: 2025-09-21
Просмотров: 4055
#hello_bangladesh
ভোরে কক্সবাজার ফিশারি ঘাট | টাটকা সামুদ্রিক মাছ , অবিশ্বাস্য দাম | Cox's Bazar Fish Market 2025
আজ আপনাদের নিয়ে এসেছি কক্সবাজার ফিশারি ঘাটে। ভোর ৭টায় এসে যা দেখলাম, সত্যিই অবিশ্বাস্য! বিশাল বিশাল ফিশিং বোট ভর্তি তাজা সামুদ্রিক মাছ। এখানে পাওয়া যায় ভেটকি কোরাল, রূপচাঁদা, চিংড়ি, লবস্টার, স্যালমন, সামুদ্রিক ইলিশ, কাকড়া, হাঙর, শাপলা পাতা মাছ (স্টিংরে), শামুকসহ নানা প্রজাতির মাছ।
👉 মাছের দামও বেশ সাশ্রয়ী –
সামুদ্রিক ইলিশ: ১৪০০-১৫০০ টাকা কেজি (১৩০০-১৬০০ গ্রাম)
লবস্টার: ১৭০০-১৯০০ টাকা (প্রায় ১ কেজি সাইজ)
দেশি স্যালমন: ৪৫০-৫৫০ টাকা কেজি (২-৩ কেজি ওজন)
এখানে বেশিরভাগ মাছ পাইকারি বিক্রি হয় এবং বরফে সংরক্ষণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। বিশেষ করে উত্তরাঞ্চলে এর চাহিদা সবচেয়ে বেশি।
🐟 আমরা খুব শিগগিরই খুলছি আমাদের মাছের শপ, যেখানে পাবেন সাতক্ষীরার ভেটকি, পাইশ্যা, পায়রা, বাগদা-গলদা চিংড়ি, সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের মাছ এবং কক্সবাজারের টাটকা সামুদ্রিক মাছ। অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকান থেকেও নিতে পারবেন।
💡 ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।📌 আপনার প্রিয় মাছ কোনটা, তা কমেন্টে জানাতে ভুলবেন না।
কক্সবাজার #ফিশারিঘাট #CoxsBazar #FishMarket #SeaFish #Bangladesh #FreshFish #CoxsBazarFishMarket #Seafood #DailyVlog #TravelBangladesh #FishingLife
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: