অপেক্ষার মেঘে ভাসি - Opekkhar Meghe Bhasi | Nasib Sarowar | Official Song by Pictor Verse
Автор: Pictor Verse
Загружено: 2025-12-09
Просмотров: 1558
এই গানটি আপনাকে অপেক্ষার প্রতিক্ষণে ভাসিয়ে রাখবে।
নিভৃতে চোখ বন্ধ করে পুরো গানটি শুনুন, অনুভূতি আরও গভীর হবে।
Song : Opekkhar Meghe Bhasi
Singer : Nasib Sarowar
Lyrics/composer : Mujibur Rahman Iqbal
Full Song :
চাতক পাখির মতো আমি উড়ি তোমার আকাশে
অপেক্ষার মেঘে ভাসি, তবু বৃষ্টি নামে না কেন?
আমার আবেগের মাঠে চাঁদ উঠলেও
তোমার স্নিগ্ধতা আজও ধরা দেয় না আমাকে
যদি আমি হারাই কোনোদিন এই ভিড়ে
তুমি কি বেদনার নীল শাড়ি পরে
গোপনে খুঁজবে আমায় ধূসর পথ ধরে?
অপরিচিত বাতাসে ভাসবে কি গভীর শোক?
আমার কষ্টগুলো যেন নদীর স্রোতের মত—
নিজের মতো বয়ে চলে, কারো জানা হয় না
তুমি যদি কখনো ছুঁয়ে দিতে
তাহলে হয়তো বরফ গলে যেত হৃদয়ে
চাতক পাখির মতো আমি উড়ি তোমার আকাশে
অপেক্ষার মেঘে ভাসি, তবু বৃষ্টি নামে না কেন?
হারিয়ে গেলে যদি আমি কোনোদিন দূরে
তুমি কি ঘুরবে আমায় খুঁজে নীল বেদনার সুরে
Hashtag :
#banglalofi #music #slowreverbsongs #sleepingsong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: