পুরনো কাঁকরোল ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে অবশ্যই দেখবেন। fridge Mein Pada hua kakrol ka bharta
Автор: Namitar Sohoj Ranna
Загружено: 2025-11-05
Просмотров: 9
পুরনো কাঁকরোল ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে অবশ্যই দেখবেন। fridge Mein Pada hua kakrol ka bharta।
ভর্তা বানাতে লাগে কাকরোল পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা নুন হলদি পাউডার সামান্য ধনে পাউডার। ফুরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গুটাজিরা আর রান্নাটা হবে সর্ষের তেলে।
পদ্ধতি:- কাকরোল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবগুলিকে তেল ছাড়া নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। বাইরে থেকে জল দেব না। সবজি সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে কাকরুলের পেস্ট দিয়ে দেবো। নেড়েচেড়ে কষিয়ে দলা পাকিয়ে গেলে একেবারে শুকনো হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: