এ জীবন তোমাকে দিলাম বন্ধু। A Jibon Tomake Dilam Bondhu । Cover By HBK Happy
Автор: HBK Happy Music
Загружено: 2022-03-22
Просмотров: 493
৯দিন জ্বর ও লো প্রশারে অসুস্থ থাকার পর আজ আবার খালি কন্ঠে গাওয়ার চেষ্টা করেছি এবং ভিডিও করার চেষ্টা করেছি।
ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🏻
এখন মোটামুটি আলহামদুলিল্লাহ।
অসুস্থতার জন্য চেহারা এবং শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে।সবার কাছে দোয়ার দরখাস্ত।
আল্লাহ ভরশা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ☘️
গানঃ এ জীবন তোমাকে দিলাম বন্ধু
কথাঃ মোঃ রাফিকুজ্জামান
মূলশিল্পীঃ মিতালী মুখার্জি & কুমার শানু
পুরো গানটি👇
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি,
আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি।
তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি,
মরণ হলেও যেন, তোমারি থাকি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি,
মন বলে তুমি যে, তার চেয়ে দামী।
তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ,
নতুন জীবন যেন, পেয়েছি আমি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: