খেজুর গাছের নবী প্রেম
Автор: ইলমের রাহবার
Загружено: 2024-09-16
Просмотров: 94
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মসজিদে নববীতে তিনি খেজুর গাছের কাণ্ডের উপর হেলান দিয়ে খুতবা দিতেন। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মিম্বার তৈরি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কান্ডটিকে বাদ দিয়ে মিম্বরে খুতবা দেওয়া শুরু করলেন।
তখন খেজুর গাছের কাঁদা শুরু করে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে খেজুর গাছ কে জড়িয়ে ধরলেন এবং তাকে সান্তনা দেওয়া শুরু করলেন। বাচ্চাদেরকে যেভাবে সান্ত্বনা দিলে বাচ্চারা চুপ হয়ে যায় খেজুর গাছটি ঠিক তখন সেভাবে চুপ হয়ে গেল।
খেজুর গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ সহ্য করতে পারল না। সেজন্য সেই কাদা শুরু করে দিল। এমনই প্রেম ছিল নবীজি সাঃ এর প্রতি খেজুর গাছটির। এমনই ভালবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যে তার বিচ্ছেদকে সহ্য করতে না পারে কাঁদা শুরু করে দিলেন।
এই চমৎকার হাদিসটি এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে।
#খেজুর_কান্ডের_নবী_প্রেম #নবীজী #নবীর_প্রেমে_গজল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: