জিলিংসেরেং এর মালতি মুর্মু পৃথিবীর এক আশ্চর্যতম মহিলা।
Автор: Dil khan দীল খাঁন
Загружено: 2026-01-03
Просмотров: 49068
পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ঝিলিংসেরেং গ্রামের সেই ভাইরাল মারুতি মুর্মু।
এই মুহূর্তে মালতি মুর্মু নতুন আবার একটি স্কুল তৈরি করছে।
দেখো সমালোচনা সবাই করতে পারে কিন্তু সামনে এসে প্রতিবাদ এবং ভালো কাজ সবাই করতে পারে না।।
মানুষ যখন ট্রেন্ডিংয়ে থাকে তখন কিছু মানুষ নিজেরা নিজেদের ভিউ কমানোর জন্য তাদের নিয়ে ভিডিও বানায় এবং এবং সেই মানুষগুলোর আসল উদ্দেশ্য ভিডিও বানানো।
যে মানুষগুলোর উদ্দেশ্যো সবসময় নিজের স্বার্থ লুকিয়ে থাকবে সেই মানুষগুলোকে কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না।।
এখন আমি যদি নতুন আরো কোন একজন মানুষকে ভাইরাল করি কিছু মানুষ তাকে নিয়ে আবার ভিডিও বানাবে তাতে নেগেটিভ হোক বা পজেটি।
কিছু মানুষের ঠিক এইরকমই স্বভাব।
তবে যাই হোক মালতি মুরমু এখনো পর্যন্ত ভালো কাজ করে চলেছে এবং মালতি মুর্মুর স্কুল সবার ঊর্ধ্বে।
ভিডিওটি শেয়ার করে দিদির পাশে থাকবেন।
YouTube link
• জিলিংসেরেং এর মালতি মুর্মু পৃথিবীর এক আশ্চ...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: