ফিরিয়া যদি সে আসে
Автор: SANGEET SHONDHA সঙ্গীত সন্ধ্যা
Загружено: 2025-08-17
Просмотров: 932
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।।
বলিও তারে এখানে এসে
ডাকে যেন মোর নাম ধ’রে সে,
রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।।
তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন,
তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন —
একটি ফোঁটা আঁখি–জল ঝরে যেন তার হাতের শরাবে।।
ভাবসন্ধান: নজরুল তাঁর নতুন রাগ সৃষ্টির প্রেরণা থেকে সৃষ্টি করেছিলেন নতুন রাগ 'রমলা'। তিনি এই গানটি রচনা করেছিলেন এই রাগের সুর-শৈলীতে। গীতা মিত্রের কণ্ঠে এই গানটি টেপ-রেকর্ডারের মাধ্যমে টেপে প্রথম ধারণ করা হয়েছিল।
এই গানটিতে পাওয়া যায় কোনো এক বিরহীর, অভিমানী মনের কথা। এই বিরহীর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন বহু আগে। সারাজীবনে আর তাদের দেখা-সাক্ষাৎ হয় নি। শেষ জীবনে তার পরম আক্ষেপের কথা তার কোনো এক কাছের মানুষের কাছে ব্যক্ত করেছেন। জানিয়েছে জীবনের শেষ ইচ্ছার কথা। উদ্দেশ্য, যদি কখনো তার প্রেমিকা ফিরে আসেন, তাহলে প্রেমিকের মনের কথা যেন তাকে জানায়।
প্রেমিক ধরেই নিয়েছেন যে, প্রেমিকা তাঁর জীবদ্দশায় ফিরে আসবে না। তারপরেও প্রেমিক প্রত্যাশা রাখেন যে, হয়তো তাঁর মৃত্যুর পর প্রেমিকা আসতে পারে। আর যদি তিনি তাঁর খোঁজে আসেন, তাহলে তাকে যেন তাঁর সমাধির পাশে আনা হয় এবং তাঁকে তাঁর (প্রেমিকের) শেষ বিদায়ের বাণী শোনানো হয়। সমাধির পাশে বসে সে যেন তার নাম ধরে ডাকে। তাঁর বিরহের বিলাপ ধ্বনি যেন রবাবের সুরে করুণ হয়ে ধ্বনিত হয়- রমলা রাগের কোমল ঋষভের (কোমল রেখাব) করুণ স্পর্শে। গানের এই অংশে নজরুল রমলা রাগের কোমল ঋষভের প্রয়োগের বিশেষ দিক নির্দেশও দিয়েছেন। গানের এই অংশে কোমল রেখাব শব্দের সুরবিন্যাস করেছেন স জ্ঞা জ্ঞঋ ঋম জ্ঞজ্ঞ ঋ স। এই স্বর বিন্যাস অনেকটাই রাগ ভৈরবীর মতো।
মরুভূমির ধূসর আকাশ যেমন করে- মেঘ সঞ্চারের স্বপ্ন দেখে, এই গানের প্রেমিকও তেমনি প্রেমের মিলনের স্বপ্ন নিয়ে সারাজীবন অতিবাহিত করেছে। তাঁর কাছে মনে হয়েছে এই আকাঙ্ক্ষা ছিল মরুভূমির ধূসর আকাশ স্বপ্নের মতো রুক্ষ, নিস্ফল। এই বিফলতার মধ্য দিয়ে কেটেছে তাঁর ব্যর্থ জীবন। তাই তাঁর শেষ কামনা- প্রেমিকা যদি ফিরেই আসে, তাহলে তাঁর এই ব্যর্থ ভালোবাসার জন্য যেন একটু অশ্রু ঝরে পড়ে তার মদির হাতে। সমাধিতে রাখা সে হাতের স্পর্শে যেন ব্যর্থ জীবনের কামনাকে প্রশমিত করতে পারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: