কুবের কে? কীভাবে তিনি ধনদেবতা হলেন?
Автор: CTVN AKD PLUS
Загружено: 2025-11-08
Просмотров: 52
কুবের কে? কীভাবে তিনি ধনদেবতা হলেন?
কুবের ছিলেন হিন্দুধর্মের ধনের দেবতা এবং যক্ষ নামক উপদেবতাদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক এবং পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা হিসেবেও পূজিত হন। তাঁকে 'ধনের প্রভু' বা 'বিশ্বের ধনাধ্যক্ষ'হিসেবে বর্ণনা করা হয়। কীভাবে কুবেরের জন্ম হল? কীভাবে তিনি ধনদেবতা
হলেন? আজ জানাব সেই ইতিহাস।
কুবেরের জন্ম কীভাবে হল?
রামায়ণ ও পুরাণে কুবেরের জন্মের কথা বলা হয়েছে। ঋষি পুলস্ত্যের পুত্র বিশ্রবা মুনি রাক্ষস রাজকন্যা কৈকেশী বা নিকষাকে বিবাহ করেন। কৈকেশী চার রাক্ষস সন্তানের জন্ম দেন। রাবণ , কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পনখা। বিশ্রবা মুনি ও কৈকেশী বা নিকষার দাম্পত্য জীবন ভাল না হওয়ায় ইলাবিদা মতান্তরে দেববর্ণিনী নামক এক সুন্দরী অপ্সরাকে বিয়ে করেন। ঋষি বিশ্রবা এবং ইলাবিদা নামক ঐ অপ্সরার মিলনের ফলে কুবেরের জন্ম হয়েছিল।
রাক্ষস কুলে জন্ম হওয়ায় দেবতারা কুবেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল। এরপর কুবের ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য দশ হাজার বছর ধরে জলে মাথা ডুবিয়ে তপস্যা করেছিলেন। তবুও, ব্রহ্মা আবির্ভূত হননি। তারপর তিনি পঞ্চাগ্নির কেন্দ্রে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন । তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে যেকোনো বর বেছে নিতে বলেছিলেন। কুবের অনুরোধ করেছিলেন যে তাকে ব্রহ্মাণ্ডের রক্ষক এবং সম্পদের রক্ষক করা হোক, এবং ব্রহ্মা কুবেরকে ধন-সম্পদ - শঙ্ক নিধি এবং পদ্মনিধি এবং পুষ্পক রথ - বাহন হিসাবে সরবরাহ করে কুবেরের ইচ্ছা পূরণ করেছিলেন। ব্রহ্মা তাকে অষ্ট দিক পালকদের একজনও নিযুক্ত করা হয়েছিল । কুবেরের নগরীকে মহোদয় বলা হয় ।
কুবের সত্যিই খুশি হলেন এবং তাঁর পিতা বিশ্রবকে তাঁর নতুন পদ ও মর্যাদার কথা জানালেন। পিতা পুত্রকে আশীর্বাদও করলেন। কুবের তাঁর পিতা বিশ্রবাকে তাঁর বসবাসের জন্য একটি নগর নির্মাণের জন্য অনুরোধ করলেন এবং তাঁর পিতা তাঁকে দক্ষিণ সমুদ্রের মাঝখানে ত্রিকূট পর্বতের চূড়ায় মায়া কর্তৃক নির্মিত লঙ্কায় বসতি স্থাপন করতে বললেন । সেই দিন থেকে কুবের লঙ্কায় তাঁর বাসস্থান গ্রহণ করেন।
প্রতিহিংসা পরায়ণ রাবণ কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং পুষ্পক রথটিও দখল করে নেন। লঙ্কা থেকে বিতাড়িত কুবের হিমালয়ে শিবের বাসভূমি কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বতে বাস করতে থাকেন। শিবের অনুমতিতে কৈলাসেও কুবেরের প্রবেশাধিকার ছিল। হিমালয়ের যে নগরীতে তিনি থাকতেন সেটি অলকা বা অলকাপুরী নামে পরিচিত ছিল। এই নগর প্রভা (উজ্জ্বল), বসুধারা (রত্নখচিত) ও বসুস্থলী (ধনাগার) নামেও পরিচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে, বহু বছর তপস্যা করে শিবের বরে তিনি যক্ষগণের অধিপতি হয়েছিলেন।
তখন থেকে কুবের শিবের পাশে বসে ধনদেবতার স্বীকৃতি পায়।
#mythology #amritkatha
🎥 Video Courtesy: Calcutta Television Network Pvt. Ltd. (CTVN)
🌐 Visit our website: https://calcuttatelevisionnetwork.in/...
🔔 Subscribe to our channel: / @ctvnakdplus
📘 Follow us on Facebook: / ctvnplus
📸 Follow us on Instagram: / ctvnplus
💼 Connect on LinkedIn: / calcutta-television-network-ctvn
#CTVN #CTVNPlus #CalcuttaTelevisionNetwork #CTVNAKDPLUS
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: