'কচি ডাব' ভানুয়াতু দ্বীপে যেভাবে খাওয়া হয়ঃ Port vila Market of Vanuatu
Автор: Boni Amin
Загружено: 2022-09-25
Просмотров: 69186
গোপন কথাঃ সম্পদ নেই, অর্থ নেই তবুও কেন বনি আমিনকে সুখী সুখী মনে হয়? সকলের সম্পদ আছে কিন্তু বনি আমিনের একটি বউ আছে।
আমার প্রয়াত বাবা শৈশব থেকে আমার কানে অতি যতনে একটি কথা ঢুকিয়ে গেছে যে, 'পৃথিবীতে সে-ই ব্যাক্তি বড় দুর্ভাগা, যে ঘর থেকে বের হয়ে সর্বক্ষণ ঘর নিয়ে চিন্তা করতে হয়, অর্থাৎ তার বউ অন্য কারো সাথে যাচ্ছে কিনা।' আমি আজো সে দর্শনে বিশ্বাস করি, যাতে সন্দেহজনক বিষয়টি আমার বিবেককে প্রতিনিয়ত 'ধর্ষণ' করতে না পারে।
আমি গর্বিত এবং ধন্য যে আমার কাছে টাকা বা সম্পদ নেই তবে আছে মহান ব্যাক্তিত্বের একজন নারী, ভেরোনিকা। যাকে এমনকি আমার চরম দুশমন, যারা প্রতিমুহূর্তে আমার মৃত্যু কামনা করে, তারাও ভেরোনিকাকে 'দেবী'র মত সম্মান করে। বলে 'উপল এর মায়ের মত এরকম নারী সিডনিতে পাওয়া দুস্কর', বাড়িয়ে বলছি না, সিডনিতে শত্রু ও মিত্র সকলের মুখে একই কথা। সেজন্যে আমি 'সুখী''
#বনিআমিন #বনি_আমিন #BoniAmin #Boni_Amin #Bangladesh #ভানুয়াতু #বাংলাদেশ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: