ভাইরাল দাজ্জাল গজল: পার্ট-5 পার্ট-6 পার্ট-7 পার্ট-8 _কবি ও শিল্পী এমডি সাদ্দাম৷
Автор: Kobi Saddam
Загружено: 2024-12-12
Просмотров: 804154
#dajjal #gojol #kobisaddam #islamicvideo #newgojol #vairalvideo #islam #islamic #naat
Song: Dajjal Part-5-6-7-8
Singer: Md Saddam
Lyrics : Md Saddam
Record Label: Aminia Studio
.........................................................................................
Kobi Saddam FB Page
https://www.facebook.com/profile.php?...
দাজ্জাল পার্ট-৬
পৃথিবীতে ঝড়ের গতিতে
দাজ্জাল ঘুরবেলাগবে না বিমান,
ওহে মুসালমান বাঁচাতে ঈমান
ইমাম মাহাদীর ধরবে দামান (২)
লাখো লাখো মানুষ ডেকে দাজ্জাল হঠাৎ বলবে হেকে (২) শোনরে ওহে গাফিল মুসালমান আমি খোদা পাবি প্রমাণ, একটি যুবকের দাজ্জাল ধরে মাজার থেকে দেবে চিরে, যুবকের দেহের দুটি খন্ড দুপাশে যাবে ধীরে ধীরে, দুটি খণ্ড নিয়ে দাজ্জাল আগের মত জুড়ে দেবে, সবার সামনে যুবকটাকে দাজ্জাল তখন জীবন দেবে, জীবন পেয়ে যুবক বলবে তুই যে দাজ্জাল নেই তো সন্দ, হাদিসে তে পড়েছি আমি আজকের ঘটা তোর এই কান্ড, যুবকের সেই কথা শুনে লাখো মুসালমানের বাঁচবে ঈমান।
পৃথিবীতে ঝড়ের গতিতে
দাজ্জাল ঘুরবেলাগবে না বিমান,
ওহে মুসালমান বাঁচাতে ঈমান
ইমাম মাহাদীর ধরবে দামান।
তামাম পৃথিবী ঘুরে দাজ্জাল টার্গেট করবে আরব দেশটা, মক্কা মদিনা দুটি শহরে দাজ্জাল ঢোকার করবে চেষ্টা, খোদার হুকুমে ফারিশ তারা তরোয়াল হাতে যাবে দাঁড়িয়ে, বলবে তোকে হত্যা করিব মক্কা মদিনায় কদম রাখিলে, হারিস তাদের হুংকার শুনে দাজ্জাল যাবে অন্যদিকে।
পৃথিবীতে ঝড়ের গতিতে
দাজ্জাল ঘুরবেলাগবে না বিমান,
ওহে মুসালমান বাঁচাতে ঈমান
ইমাম মাহাদীর ধরবে দামান(২)
(কবি সাদ্দাম)
দাজ্জাল পার্ট-8
শেষ জামা নাই মোরা এসে পড়লাম ভাই
দুনিয়ার পিছে মোদের সময় চলে যায়
কত মাস্টার ডক্টর আছে শিক্ষিত আর জ্ঞানী
কোরআন পড়তে বললে বলে অক্ষন নাহি চিনি
ইসলামের জ্ঞানগুলি থাকে না যার মাথায়
বড় একটা মূর্খ তারা শরীয়তের খাতায়
টু পার্সেন্ট ইহুদিরা জ্ঞান অর্জন করে
তামাম পৃথিবীটা তারা মুঠোয় নিল ধরে
দাজ্জাল যখন ছুটে আসবে পৃথিবীর এই মাঝে
দুনিয়ার শিক্ষা তখন লাগবে না কাজে
দুনিয়ার শিক্ষায় হাঁটছো যারা
লাভ হবে না তোমার ধাপের
ইসলামের জ্ঞান থাকবে না যাদের
দাজ্জাল তাদের বানাবে কাফের
দাজ্জালকে আনতে ইহুদিরা
একটি লাল গরু জবাই করিবে
গোস্ত পুরিয়ে তাহার ছাই নিয়ে
একটি নদীতে মিশিয়ে দেবে
পৃথিবীর সকল ইহুদীরা
সেই নদীতে গোসল করিবে
তারা ভাবে এমন করিলে
ইহুদি জাতী পবিত্র হবে
পবিত্র হয়ে মসজিদুল আকসা
ভূমিকম্পের ধ্বংস করিবে
ধ্বংস করে সেই জায়গাতে
থার্ড টেম্পল মন্দির নির্মাণ করবে
দাজ্জাল তখন হাজির হবে
এটাই বিশ্বাস করে তারা
দুনিয়ার শিক্ষায় হাঁটছো যারা
লাভ হবে না তোমার ধাপের
ইসলামের জ্ঞান থাকবে না যাদের
দাজ্জাল তাদের বানাবে কাফের
দাজ্জালকে নিয়ে ইহুদিরা
তামাম পৃথিবীতে ফেতনা লাগাবে
বিশ্বের সকল মুসলমানেরা
তাদের রুখতে ব্যর্থ হবে
অবশেষে মুসলমানদের
একটি দল তাদের রুখে দেবে
কারণ তখন কুল কায়েনাত
মুসলমানদের সাপোর্ট করিবে
ইহুদিরা ছুটে গিয়ে
গাছের পিছনে লুকাবে যখন
গাছেরা নড়ে জবান খুলে
মুসলমানদের বলিবে তখন
আমার পিছনে কিছু ইহুদি
লুকিয়ে আছে হত্যা করো
পাথর বলিবে আমার পিছনেও
ইহুদি আছে হত্যা করো
মুসলমানেরা ছুটে গিয়ে
একে একে হত্যা করিবে
এমন ভাবে তামাম বিশ্বে
ধ্বংস হবে সকল কাফের
দুনিয়ার শিক্ষায় হাঁটছো যারা
লাভ হবে না তোমার ধাপের
ইসলামের জ্ঞান থাকবে না যাদের
দাজ্জাল তাদের বানাবে কাফের
(কবি সাদ্দাম)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: