সবকিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই || মূল শিল্পী - সতীনাথ মুখোপাধ্যায় || Covered by Sanchari Jana .
Автор: Sanchari Jana
Загружено: 2025-04-19
Просмотров: 238
গীতিকার -- গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার ও শিল্পী - সতীনাথ মুখোপাধ্যায়
রচনাকাল- - ১৯৬৮ সাল ৷
সবকিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই -
তুমি কেঁদো না ৷
জীবনের ওপারেও, আমি তব পথ চেয়ে রব,
তুমি ভেবো না ৷
পৃথিবীতে ডেকে যদি সাড়া নাহি পাও,
এই শেষ দেখা মনে করো নাকো তাও ,
স্মৃতির বাঁশিতে একা/ বিষাদের কোন সুর-
তুমি সেধো না' ৷
সবকিছু ফেলে যদি __
বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে ?
এইটুকু মনে রেখো. তোমার আগেই চলে গেলে ৷
আমি হারা এই রাত আসিলে আবার,
মোর মধু স্মৃতি রেখো স্মরণে তোমার ৷
বাঁধন ছেড়েই যদি সেই ঝরা মালা দিয়ে '
মোরে বেঁধো না ৷
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: