বাদাম গাছ মরে জমি পরিষ্কার হয়ে যাচ্ছে? ফলন পেতে কি পরিচর্যা ও P.G.R ব্যবহার করবেন।
Автор: Agri-Tech Shanto
Загружено: 2022-04-27
Просмотров: 73952
বাদাম বা চিনাবাদাম (groundnut) একটা অর্থকারী তৈল বীজ ফসল। এই বাদাম চাষ লাগাতার কয়েক বছর একই জমিতে হওয়ার ফলে বেশকিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকদের তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল বাদাম গাছ মরে জমি ফাঁকা হয়ে যায় ফলে ফলন কম পায়। কৃষকের প্রচুর পরিমাণে লস হয।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি বাদামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বাদাম গাছ মরে যাওয়া নিয়ে। কি ধরনের পরিচর্চা নেবেন কি ধরনের ফাংগিসাইড স্প্রে করবেন।
এর পাশাপাশি আলোচনা করেছি বাদামে প্রচুর ফলন পেতে গেলে কি ধরনের পিজিআর কোন সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলন পাবেন।
সতর্কতাঃ পেস্টিসাইড ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. পেস্টিসাইড ব্যবহারের সময় পেস্টিসাইড প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই পেস্টিসাইড গাছে প্রয়োগ করা উচিত।
৩. পেস্টিসাইড নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
#groundnut #pgr
বাদাম
• বাদাম/চিনাবাদাম চাষ
P.G.R পরিচিতি: • P.G.R পরিচিতি
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋
কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...
Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/con...
Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09
আমাদের ফেসবুক
Facebook page / agri-tech-shanto-397032297779548
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: