একা একা চলে গেলাম কলকাতা থেকে দার্জিলিং I Solo Trip Kolkata to Darjeeling
Автор: Devika Sarkar
Загружено: 2025-01-09
Просмотров: 47
অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একবার পাহাড়ে গিয়ে ফোটোগ্রাফি করবো তাই এবার ঠিক করলাম একাই চলে যাই আমার প্রিয় পাহাড় দার্জিলিং এ যেখানে একটু ফোটোগ্রাফি করে আসি। সত্যি কথা বলতে আমার জিনিসপত্র একা নেওয়া ছাড়া তেমন কোনো অসুবিধে হয় নি দার্জিলিং পৌঁছতে। তোমাদের ও যদি কারোর মনে হয়,তোমাদের একা কোথাও যেতে ইচ্ছে করছে তাহলে কিন্তু তোমরাও আমার মতন বেরিয়ে পড়তে পার। রাস্তায় কিন্তু কোনো ভয়, বিপদ কিছুই নেই। আমার এই পাহাড়ে যাওয়ার প্ল্যান একদম লাস্ট মুহর্তে ঠিক হয়েছিল তাই আমাকে দার্জিলিঙে বাসে করে যেতে হয়েছে আর তাতে আমার খরচা হয়েছে Rs.1800 টাকা। আমি বাস বুক করেছিলাম www.easyridebusbooking.com আর Tenzing Norgay বাস স্ট্যান্ড থেকে Tata সুমো নিয়েছিলাম সামনের দুটো সিট যার ভাড়া পড়েছিল Rs.500 এক টা সিট Rs.250 করে।খুব ভালো ভাবে জার্নি করে পৌঁছে গেছিলাম দার্জিলিং আর আমার হোটেলটা ছিল গান্ধী রোড এ। আমার হোটেল এর নাম ছিল Muscatel Bhumsang হোটেল এর ভাড়া ছিল Rs.3000/-
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: