Anjan Dutt | Ranjana | Concert | Bangladesh Tour | Jahangirnagar | রঞ্জনা আমি আর আসবো না | Official
Автор: Shahriar Mostafa Tonmoy
Загружено: 2023-07-31
Просмотров: 649442
Anjan Dutt Live at Jahangirnagar University
For the very first time, the legendary Anjan Dutt performed at Jahangirnagar University (JU) in Dhaka, Bangladesh, on March 3, 2023. The event was part of the vibrant '31st Fest', organized by the 31st Batch of JU.
This video is the official and original recording of the performance, capturing the magic of that unforgettable evening. It is shared to celebrate the artistry of Anjan Dutt and the efforts of the organizers in creating a memorable experience for music lovers.
Disclaimer: This content is intended purely for entertainment purposes. If you have any concerns about content rights or licensing, please reach out to us directly.
Song: Ranjana ami ar ashbo na
Vocal: Anjan Dutt
Lead guitar: Amit Kumar Datta
Guitar: Neel Dutt
Base guitar: Akash Ganguly
Drums: Debapratim Bakshi
Lyrics:
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসবোনা
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসবো না
ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবীতে ছিলনা যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বৎসরে দু-একবার
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত-মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোনো গাছ
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
এখানে রঞ্জনা আমি আর আসবোনা
বুঝবো কি করে আমি তোমার ওই মেঝদাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি, কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু, বিলু কিংবা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যা ভ্যা ভ্যা ভ্যাবাচেকা খাই
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
এখানে রঞ্জনা আমি আর আসবোনা
সত্যিকারের প্রেম জানিনা তো কি সেটা
যাচ্ছে জমে হোক হোম-টাস্ক
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত
হিন্দু কি জাপানী জানিনা তো তুমি কি
জানে ওই দাদাদের গ্যাঙ
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবোনা ছাড়তে এ ঢ্যাঙ
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
এখানে রঞ্জনা আমি আর আসবোনা
পাড়ায় ঢুকলে ঢ্যাঙ খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসবোনা
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা ফিরে আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসবো না
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: