❤️আমার_আছে_জল#❤️মাহিমা_রেহমানগুনগুন করে গান গাইতে গাইতে নিজ হাতে প্রাণপ্রিয় স্বামী
Автор: ছোট গল্প
Загружено: 2025-06-08
Просмотров: 17803
আমার_আছে_জল
#মাহিমা_রেহমান
গুনগুন করে গান গাইতে গাইতে নিজ হাতে প্রাণপ্রিয় স্বামী ও নিজ ছোটবোনের বাসর সজ্জিত করছে শিথি।হুমায়রা শিথি ওয়াইফ অফ তাহসিন আহম্মেদ। তবে ক্ষণকাল বাদ সে মিসেস.তাহসিন খেতাব'টি হারিয়ে ফেলবে।কিছুক্ষন বাদ সে হয়ে যাবে ,তাহসিনের প্রাক্তন স্ত্রী।চিত্তপটে ধাও ধাও করে অগ্নি বর্ষণ হলেও ওষ্ঠ কার্নিশে রয়েছে মুগ্ধকর হাসি।সে হাসি যেকোনো ব্যক্তি দর্শন করলে ভাববে,,মেয়েটা হয়তো স্বামীর বিয়েতে ভীষন খুশী। যেচে গিয়ে নিজ ছোট বোনকে সতীন করে নিয়ে আসছে।তবে করো বোঝার সাধ্য নেই এই মেয়েটির অন্তঃকরণে ঠিক কতটুকু বেদনার গিরি সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ কক্ষ একা হাতে সাজিয়েছে শিথি।অকস্মাৎ নেত্র কার্নিশ বেয়ে একফোঁটা অশ্রু গড়িয়ে চিবুক ছুঁলো। ত্বরিত আলগোছে মুছে নিল সেই অশ্রু কণা।এক-এক করে পুরো রুম জুড়ে ক্যান্ডেল জ্বালানো শেষ হতেই রুম ত্যাগ করার সিদ্ধান্ত নিল শিথি।কিছু একটা স্মরণ হতেই পুনরায় রুমে ফিরে এসে চারদিক একবার চোখ বুলিয়ে নিল।অধর জুড়ে ছড়িয়ে পড়ল এক তাচ্ছিল্যের হাসি।ওষ্ঠের কোণে সেই হাসি ঝুলিয়ে রেখে বাইরের দিকে পা বাড়ায় শিথি।ডাইনিংয়ে সামনে চলে গেল বরণ ডালা সাজাতে।আলতো হাতে হাসি মুখে ললিত রূপে সাজিয়ে তুলল বরণ ডালা।ঠিক সেভাবেই সাজালো যেমনটা ভেবেছিল ছোটবোনের বর বরণের সময় সাজাবে।আজ শিথি গাঢ় লাল রঙের শাড়ি পরে প্রগাঢ় ভাবে নিজেকে সাজিয়ে তুলেছে।এতটাই নমনীয় ও নিখুঁত ভাবে নিজেকে সাজিয়ে তুলেছে,,আজ আহসান যেন নতুন বউ রেখে তার দিক দৃষ্টিপাত করতে বাধ্য হয়।তাহসিন সর্বদা শিথিকে শাড়িতে দেখতে পছন্দ করত।তাই সেও সর্বদা ভালোবাসায় মানুষের পছন্দকে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: