Live watch Bengal tiger in the Sundarbans |Bangladesh| বাঘের মুখোমুখি সুন্দরবন বাংলাদেশ!
Автор: Md Tanjir H Rubel
Загружено: 2022-04-02
Просмотров: 133148
গাছের ডালে বাঘ।
সবাই তখন অবাক।
সময়টা পড়ন্ত বিকেল বেলার ৷ আমি নৌকার সামনে বসে হঠাৎ দেখি হাতের বায়ে পরিচ্ছন্ন আকাশের কনে দেখা আলোয় দুপা ঝুলেয়ে সে বসে আছে খালের পাড়ে হেলে পড়া বাইন গাছের মোটা ডালের উপর। ছোট চিৎকারে সবাইকে দেখালাম। নৌকার মাঝিকে বললাম নিরাপদ দূরুত্ব রাখতে। আমার সাথে ছিলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের একটা ছোট দল । তারা চমক ভেঙ্গে সাথে থাকা আধুনিক ক্যামেরায় ছবি তোলায় ব্যাস্ত হলো। বার বার নৌকা এপাশ ওপাশ করছিলাম আর লক্ষ রাখছিলাম যেন আমাদের কারণে রাজা মশাইয়ের বিরক্তি না আসে৷ গাড়ো হলুদ কালো ডোরাকাটা চকচকে শরীর নরম আলোয় জল জল করছিলো৷ লেজ নাড়ানো আর এদিক সেদিক তাকানোতেই কেবল বুঝা যাচ্ছিলো বাজারে কিনতে পাওয়া কোন খেলনা বাঘ সে নয়। সে এই বনের রাজা। মাঝে মাঝে সম্মোহিত চাহনিতে দেখছিল আমাদের, একবার উঠে দাড়িয়ে দাত খিচিয়ে সতর্কও করেছে আমাদের যার ছবিও ধরা পড়েছে ফটোগ্রাফারদের ক্যামেরায়। এক ঘন্টারও উপরে সময় পেয়েছি এই রাজকীয় প্রাণীকে দেখতে৷ সুন্দরবনের ইতিহাসের বিরল ঘটনা যে এতো সময় ধরে দেখতে পাওয়া ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: