মৌনিশা ও মৃত্যুঞ্জয়ের বিবাহ গল্প
Автор: Rajjotok Photography
Загружено: 2024-11-08
Просмотров: 2082
এই গপ্প একটু আলাদাl তখনও বসন্ত দোরগোড়ায় দাঁড়াতে বেশ খানিকটা দেরি l তবুও আচমকাই বিবাহ প্রস্তাব আসে মানিকপাট থেকে আরামবাগে! গীতবিতানের কথারা সেদিন সদলবলে হাজির হলো রাধারাণী রাইস মিলের বৈঠকখানায় l আর ভানুসিংহের সেই বিবরণ অনুসারে, সকলের মাঝে থেকে দুটি চোখ চিনে নেয় একে অপরকে l
মানিকপাট আর আরামবাগের দুরত্ব যেনো কমে আসে খুব সহজেই, এক বইমেলার বিকেলে! নরম আলোর বিকেলে সেই শান্ত চোখের অধিকারিনী জানায় তার উত্তর! আর অপর দিকে? সাত সমুদ্দুর তেরো নদীর দেশে পারি জমালো যে মানুষ সে ফিরে আসে তার পক্ষ্মীরাজে চেপে স্বপ্নের রাজপুত্তুর হয়ে, সে অবশ্য সে এক বর্ষার মরশুমের কথা !
তবে এসব কথা তো শুধুই রূপকথা! কিন্তু... রুমাল যদি বিড়াল হয়? তাহলে... ন্যাজ খানা তার গোলাপ! আর সে গোলাপ মালা হয়ে নতুন দম্পতির গলায় দুলতে থাকে আর টুক করে জ্যান্ত হয়ে ওঠে এ রূপকথা! হ্যাঁ মশাই, আজ ওদের বিয়ে! ওই যে শুনছেন, সানাইয়ের আওয়াজ! দশ কিলোমিটারের দুরত্ব অতিক্রম করে তা হাজির হয়েছে এই ছাদনাতলায়! আর তারই আয়োজনে আজ উঠোন জুড়ে ভিয়েন, ঠাকুর আর হই হট্টগোল! সবাই যেনো জানে, তাঁদের সবাইকে এই উৎসবে উপস্থিত থাকতে হবে স্বমহিমায় আর ভীষণ যত্নে চার হাত এক হয়ে যাওয়া এই সন্ধ্যেটা ফ্রেম বন্দী করতে হবে !
তবে গপ্প তো এখনই শেষ নয়! দেখবেন না? কেমন করে, অগ্নি কে সাক্ষী রেখে হাতে হাত রাখে দুটো মানুষ যাদের দুচোখ জুড়ে বাবুই বাসা বানানোর ইচ্ছে! আর সে ইচ্ছে ডানায় চেপে রাজকন্যে কে জয় করে ফ্যালে সেই স্বপ্নের রাজপুত্তুরটি! আর এ জয়ের আনন্দেই বোধয়, রবি বাবু লিখলেন ... “আজু সখি মুহু মুহু গাহে পিক কুহু কুহু, কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়!”
Song - Aju Sakhi Muhu Muhu
Vocals - Soumyojit
#bengaliwedding #wedding #bestweddingvideo #weddingvideomaker
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: