300 আসনেই প্রার্থী ঘোষনা করলো আ’লীগের । অসম্ভবকে সম্ভব করলো আ’লীগ । TALK SHOW
Автор: BD Political News 24
Загружено: 2025-12-11
Просмотров: 5474
৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে এবারের নির্বাচনী সমীকরণে এক অভূতপূর্ব চমক দেখালো আ’ওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি কৌশল নয়—বরং আ’লীগের সংগঠনিক শক্তি, মাঠের প্রস্তুতি ও কেন্দ্রীয় নেতৃত্বের আত্মবিশ্বাসের বড় প্রমাণ। টকশোতে আলোচকরা বলছেন, বিরোধী দলের রাজনৈতিক অস্থিরতা, জোট রাজনীতির অনিশ্চয়তা এবং মাঠ পর্যায়ে আ’লীগের দাপটের ফল হিসেবেই এই ‘অসম্ভবকে সম্ভব’ করা সম্ভব হয়েছে।
আলোচনায় আরও উঠে আসে—নতুন প্রার্থী বাছাইয়ের মানদণ্ড, তরুণ নেতৃত্বকে বেশি গুরুত্ব, বিতর্কিতদের বাদ দেওয়া এবং গ্রাউন্ড লেভেলে ভোটার টার্গেটিং স্ট্র্যাটেজি। পাশাপাশি প্রশ্ন উঠেছে—এবার কি সত্যিই আ’লীগ এককভাবে নির্বাচনী মাঠে প্রভাব ধরে রাখতে পারবে? নাকি এই ঘোষণা নতুন বিরোধ তৈরির পথ তৈরি করবে? দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে—এই টকশোতে বিশ্লেষকরা তুলে ধরেছেন নানা জোরালো যুক্তি, পর্যালোচনা ও সম্ভাব্য পরিণতি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: