ভাইফোঁটা স্পেশাল । Biva Cafe | Biva Entertoonz | Cartoon
Автор: BIVA Cafe
Загружено: 2024-11-03
Просмотров: 1738
যমুনার তাঁর ভাই যমকে ফোঁটা দেওয়া দিয়ে যে রীতি বা সংস্কৃতির বা পরম্পরার সৃষ্টি হয়েছে তা এমন এক মেলবন্ধনের, এমন এক সম্পর্কের যার দোসর পাওয়া ভার। এক মুহূর্তে ভাই-বোনের খুনসুটি তো পরের মুহূর্তেই ভাব। এই মুহূর্তে মন কষাকষি তো পরের মুহূর্তেই একদফার চুল টানাটানি লড়াই হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি… অগত্যা মা-রূপী কৃষ্ণের আবির্ভূত হয়ে এই ধরাধামকে নিশ্চিত ধবংস থেকে রক্ষা করা। কার দুধ বা জুসের গ্লাসে পরিমাণ বেশি তার বিচার করতে বসে আইনস্টাইন হয়ে যাওয়া থেকে শুরু করে মায়ের রান্নার ঘর থেকে আচার বা নাড়ু চুরি করে খাওয়ার জন্য দুজনের ক্ষণিকের সন্ধি… দাদার প্রেমের খবর মায়ের কানে না-পৌঁছে দেওয়ার জন্য কমিকস কিংবা চকোলেট উপহার কিংবা বোনের বান্ধবীর এক ঝলকের আশায় অযাচক রক্ষাকর্তা হয়ে বোনকে রোজ টিউশন অবধি ছেড়ে আসা। --- একটু পিছন ফিরে তাকালে এরকম হাজারো স্মৃতি উঁকি দিয়ে যায় মনের চিলেকোঠায়।
তাহলে বন্ধুগণ আপনাদের যদি এরকম কোনো স্মৃতি থাকে তাহলে শেয়ার করুন আমাদের সঙ্গে। আর হ্যাঁ কেউ কি কখনও বোনকে বিভার কোনো বই গিফট করেছেন, করে থাকলে আমরা জানতে চায় সেই অভিজ্ঞতার ব্যাপারেও।
বিভার পুরো পরিবারের থেকে সকলকে জানাই ভাই ফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অটুট হোক ভাই-বোনের এই বন্ধন, হোক দীর্ঘায়িত।
ব্রেইন টিজারঃ বলুন তো এখানে মা দুই ভাই-বোনকে ঠিক কোন বই উপহার হিসেবে দিলেন?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: