ছাত্র রাজনীতি: একাল সেকাল ও সুফল কুফল ।। বিশেষ সাক্ষাৎকারে ড. আ ফ ম খালেদ হোসেন সাহেব
Автор: QAWMI VISION
Загружено: 15 окт. 2019 г.
Просмотров: 672 просмотра
প্রতিহিংসার রাজনীতিতে আমরা শুধু আবরারকে হারিয়েছি তা নয়; বরং অতীতে আরো অসংখ্য মেধাবী তরুণ ছাত্র রাজনীতি বা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে আমাদের থেকে বিদায় হয়েছেন। আবার কেউ কেউ দেশত্যাগ করতেও বাধ্য হয়েছেন। আমাদের বুঝতে হবে ছাত্র রাজনীতি ও ছাত্র আন্দোলন এক নয়। ছাত্র আন্দোলনের অনেক অবদান থাকলেও ছাত্র রাজনীতি প্রতিহিংসা ব্যতীত আমাদের কিছুই দেয়নি বা শেখায়নি।
ছাত্র রাজনীতির একাল সেকাল ও তার সুফল কুফল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিয়ে আজ রাত 9.00 টায় লাইভ সম্প্রচার হবে। আমাদের আজকের অতিথি, প্রখ্যাত লেখক, গবেষক, ইসলামী স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তক, চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস. কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালেদ হোসেন সাহেব।
সাক্ষাৎকারটি সরাসরি দেখতে চোখ রাখুন কওমি ভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: